ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপ্যাডে স্টাইলাস? ব্যাপক আপডেট আনছে অ্যাপল

প্রকাশিত: ১৯:৪৩, ৩০ আগস্ট ২০১৬

আইপ্যাডে স্টাইলাস? ব্যাপক আপডেট আনছে অ্যাপল

অনলাইন ডেস্ক॥ আপনার অতি প্রিয় আইপ্যাডের সঙ্গে যদি একটা স্টাইলাস আসে তবে কেমন হবে? আগামীতে হার্ডওয়্যারের উন্নতিতে এমনই পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাপল। এ সংক্রান্ত সফটওয়্যার আপডেট নিয়ে কাজ চলছে বলে এক সূত্র জানায় ব্লুমবার্গকে। ২০১৭ সালে আসবে আইপ্যাড সফটওয়্যার। মূলত পেশাদারদের জন্য এই আপডেট আনা হবে। এই টেক টাইটান সেপ্টেম্বরের ৭ তারিখে তাদের নতুন পণ্যের ঘোষণা দেবে বলে জানিয়েছে। অ্যাপল ম্যাক ল্যাপটপ এবং ডেস্কটপ নিয়েও নতুন কাজ করছে। এ বছরেই হয়তো এই নতুন পরিকল্পিত লাইনআপের কিছু অংশ সেবা দিতে শুরু করবে। এর মাধ্যমে আইম্যাক ডেস্কটপ, ম্যাকবুক এয়ার ল্যাপটপ এবং পাতলা ম্যাকবুক প্রো ল্যাপটপের নতুন সংস্করণ আসতে চলেছে। অ্যাপল তার ১২ ইঞ্চি ম্যাকবুক ছাড়া ম্যাক লাইনআপে গত বছর থেকে কোনো আপডেট আনেনি। এলজি ইলেকট্রনিক্সের সহায়তায় অ্যাপল একটি ৫কে স্ট্যান্ডঅ্যালোন মনিটর আনারও চিন্তা করছে বলে জানা গেছে। থান্ডারবোল্ট ডিসপ্লে বানানো বন্ধের ঘোষণা দেওয়ার দুই মাস পরই নতুন এই মনিটরের কথা জানালো অ্যাপল। থান্ডারবোল্ট বেশ জনপ্রিয় হলেও অনেক পুরনো হয়ে গেছে। ২০১১ সালে এটি প্রথম আনা হয় এবং কখনোই আপডেট করা হয়নি। আপডেট সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেয়নি অ্যাপল। সূত্র : সি নেট
×