ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৮, ৩০ আগস্ট ২০১৬

বিএসএমএমইউতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, দেশে বর্তমানে ১০২টি মেডিক্যাল কলেজ রয়েছে। বেশ কয়েকটি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় উচ্চ মেডিক্যাল শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ৯০টি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পরিচালনা করছে। এটাই প্রমাণ করে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা একটি গৌরবের জায়গায় পৌঁছেছে। উপাচার্য আরও বলেন, কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্ব ও কর্তব্যবোধের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি সবার হাসিমুখে খুশি মনে বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করারও প্রয়োজন রয়েছে। সোমবার ডাঃ মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ট্রেনিং অন সেল এ্যাসেসমেন্ট কনসেপটস, টেকনিকস অব এ্যাসেসমেন্ট এ্যান্ড স্টুডেন্টস লার্নিং আউটকাম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়লসহ অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডাঃ হরষিত কুমার পাল। প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করেন আইকিউএসি’র ডাঃ তারিক রেজা আলী। প্রশিক্ষণ কর্মসূচীর টেকনিক্যাল সেশনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এ্যাসুরেন্স বিশেষজ্ঞ অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী ও অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম। -বিজ্ঞপ্তি
×