ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইচ্ছা পূরণ...

প্রকাশিত: ০৬:০৮, ৩০ আগস্ট ২০১৬

ইচ্ছা পূরণ...

রেডিওতে প্রায়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলা শুনতে পায় দেশটির মেয়ে সাক্ষী। জনতার উদ্দেশে দেয়া মোদির বার্তা দারুণ ভাল লাগে মুম্বাইয়ের নবম শ্রেণীর এই মেয়েটির। সাক্ষী তিওয়ারিও তাই ঠিক করে ফেলে নিজের মনের কথা জানাবে খোদ প্রধানমন্ত্রীকে। দেরি না করে চিঠিতে নিজের আর্জি লিখে পাঠিয়ে দেয় প্রধানমন্ত্রীর দফতরে। কিন্তু এত তাড়াতাড়ি যে তার উত্তরও মিলবে, তা সে স্বপ্নেও ভাবেনি। সাক্ষীর ইচ্ছা পূরণ করেছেন মোদি। সাক্ষী খেলাধুলা করতে ভালবাসে। মালিক, পি ভি সিন্ধুর মতো অলিম্পিকের মঞ্চ থেকে দেশের জন্য পদক এনে দেয়ার ইচ্ছা এই সাক্ষীর। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এখন থেকেই পরিশ্রম শুরু করে দিয়েছে সে। কিন্তু তার স্কুলে খেলার কোন মাঠই নেই। আর তাই প্রধানমন্ত্রীর কাছে সাক্ষী একটি খেলার মাঠ দেয়ার আর্জি জানিয়েছিল। সাক্ষী জানায়, ‘খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠির উত্তর পেয়েছি?’ সাক্ষীর স্কুলের কাছের মাঠটি এবার থেকে স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে। মোদি তার উত্তরে সাড়া দেয়ায় উচ্ছ্বসিত এই মেয়ে। সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে ১১৯ জন প্রতিযোগী পাঠিয়ে পদক এসেছে মাত্র দু’টি। তাই টোকিও অলিম্পিকে সাফল্য পেতে এখন থেকেই উদ্যোগী ভারতের কেন্দ্রীয় সরকার। অলিম্পিকের প্রস্তুতির জন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের সব রকমভাবে উদ্বুদ্ধ করতে তৎপর মোদি সরকার। সাক্ষী মালিকের মতো বাকি সাক্ষীদের স্বপ্নের উড়ানে ভাটা দিতে চান না প্রধানমন্ত্রী। এনডিটিভি অনলাইনের।
×