ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড এন্টি এ্যাসাসিনেশন ডে পালিত

প্রকাশিত: ০৪:১৪, ২৯ আগস্ট ২০১৬

ওয়ার্ল্ড এন্টি এ্যাসাসিনেশন ডে পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকীতে জাকিম ফাউন্ডেশন, সমধারা এবং ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের উদ্যোগে পালিত হলো দ্বিতীয় বিশ্ব আততায়ীকৃত হত্যা প্রতিরোধ দিবস বা দ্বিতীয় ওয়ার্ল্ড এন্টি এ্যাসাসিনেশন ডে। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকা-ের চার দশক উপলক্ষে আততায়ীকৃত হত্যাকা-ের শিকার পৃথিবীর সর্বকালের সকল মহামানবদের শ্রদ্ধা জানিয়ে এবং এসব হত্যাকা-ের প্রতিবাদ ও প্রতিরোধকল্পে জাকিম ফাউন্ডেশন ২০১৫ সালে, ১৫ আগস্ট দিনটিকে প্রথমবারের মতো ওয়ার্ল্ড এন্টি এ্যাস্যাসিনেশন ডে বা বিশ্ব আততায়ীকৃত হত্যা প্রতিরোধ দিবস পালন করে। এবার ছিল দিবসটি পালনের দ্বিতীয় আয়োজন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে ২৬ আগস্ট বিকেলে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক বিচারপতি কাজী এবাদুল হক। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিচারপতি শামছুল হুদা, প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধুর ইতিহাস গবেষক কাইয়ুম নিজামী। অতিথি ও আলোচকগণ বঙ্গবন্ধুসহ আততায়ীকৃত হত্যাকা-ের শিকার পৃথিবীর অসংখ্য মনীষীদের নির্মম হত্যাকা-ের কথা উল্লেখ করে এমন জঘন্য হত্যাকা-ের প্রতি ধিক্কার জানান এবং ওয়ার্ল্ড এন্টি এ্যাস্যাসিনেশন ডে’র মতো দিবস পালনের উদ্যোগকে সর্বাত্মক সমর্থন জানিয়ে জাতিসংঘের প্রতি আবেদন জানান দিবসটিকে বিশ্বব্যাপী পালন করার জন্য। প্রবন্ধ উপস্থাপন করেন জাকিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এমএম জিহাদ ওয়ায়েজ, সভাপতিত্ব করেন ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক এমআর মাহবুব। Ñবিজ্ঞপ্তি
×