ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্যত্র ৭

কুমিল্লায় মাইক্রো খাদে পড়ে একই পরিবারের চারজনসহ হত ৫

প্রকাশিত: ০৬:১১, ২৮ আগস্ট ২০১৬

কুমিল্লায় মাইক্রো খাদে পড়ে একই পরিবারের চারজনসহ হত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। এছাড়া অন্যত্র পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ছয়জন। এর মধ্যে কক্সবাজারের টেকনাফে পিকআপের ধাক্কায় দু’জন, সাভারে এক শিশু, কুড়িগ্রামের রাজারহাটে এক গরু ব্যবসায়ী, ঝিনাইদহে যুবক এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ভ্যানচালক রয়েছে। শুক্রবার রাত ও শনিবার এসব নিহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টারও নিজস্ব সংবাদদাতাদের। কুমিল্লায় শুক্রবার গভীর রাতে লাকসাম উপজেলা সদর সংলগ্ন সিলোনিয়া ব্রিজের কাছে একটি মাইক্রোবাস খাদে পড়ে স্বামী-স্ত্রী, ছেলে ও জামাতাসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোচালকও নিহত হন। তারা নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিলেন। মাইক্রোবাসটি লাকসাম উপজেলা সদর সংলগ্ন সিলোনিয়া ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে মাইক্রোতে থাকা পাঁচজন নিহত হন। নিহতরা হলেন নোয়াখালী সদরের পশ্চিম চরউড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ ইউনুস (৬৮), তাঁর স্ত্রী সায়মা বেগম (৫৫), ছেলে ফারুক মিয়া (৩২) ও জামাতা লাতু মিয়া (৩৯)। এছাড়া মাইক্রোচালক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবশুয়া গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে মোঃ নুরুন্নবীও (২৮) নিহত হন। সাভার ॥ ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। কক্সবাজার ॥ টেকনাফ হোয়াইক্যং বাজারে শনিবার সকালে পিকআপের ধাক্কায় দুজন নিহত ও তিন জন আহত হয়েছে। নিহতরা হলেন মোঃ শরীফ (৫৫) ও টমটম চালক মোঃ ইসমাইল (৩৫)। কুড়িগ্রাম ॥ উলিপুর থেকে রংপুরগামী একটি গরু বোঝাই নছিমন শনিবার দুপুরে ‘টেম্পোর বাজার’ এলাকায় পৌঁছার আগেই চাকা পাংচার হয়ে পার্শ^বর্তী খাদে পড়ে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই লুৎফর রহমান (৫০) নামে এক গরু ব্যবসায়ী মারা যান। ঝিনাইদহ ॥ শৈলকুপায় বাসের ছাদ থেকে পড়ে মিঠুন হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ-শৈলকুপা সড়কের বারইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুর মোহাম্মদ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ভালুকা ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় হাজিরবাজারে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহগামী একটি ট্রাক একটি লেগুনাকে চাপা দিলে ছমিরউদ্দিন ওরফে সবু মিয়া নামে এক যাত্রী নিহত ১৪ জন আহত হয়। সবু মিয়া (৭০) কাঁঠালী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
×