ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেখা প্রকাশ সাহিত্য পুরস্কার প্রদান

প্রকাশিত: ০৪:২৩, ২৮ আগস্ট ২০১৬

লেখা প্রকাশ সাহিত্য পুরস্কার প্রদান

লেখা প্রকাশের উদ্যোগে সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী। অনুষ্ঠানের উদ্বোধন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি। সাহিত্যিক গবেষক ড. শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বিশ্বজিৎ ঘোষ, ড. শাকির সবুর, কবি মাহমুদ কামাল, কবি আমিনুল ইসলাম, ড. মোহাম্মদ জমির হোসেন ও পুরষ্কার প্রবর্তক কবি বিপ্লব ফারুক। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় বুলবুল খান, শওকত মোমেন শাহজাহান (মরনোত্তর) উপন্যাসে নাজির হোসেন, ছোটগল্পে সালেহ আহমাদ, শিশুসাহিত্যে আফরোজা পারভীন, ছড়ায় খান মোঃ মোহাম্মদ খালেদ, প্রবন্ধে ড. হারুন রশীদ, গবেষণা প্রবন্ধে জুলফিকার হায়দার, কলামে নীহার সরকার, বড় গল্পে খালেদা বেগম, গীতিকবিতায় মাসুম ফেরদৌস, প্রচ্ছদে তারিক ফেরদৌস খান, অনুবাদে মধুস্বিনী মোহনা, সায়েন্স ফিকশনে সালমান মেহেদী তিতাস এবং প্রকাশনায় পলল প্রকাশনী। বিভাগীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রবন্ধে ফাদার অমিয় মিস্ত্রী (ঢাকা), শিশু সাহিত্যে আসাদুজ্জামান বাবুল (ঢাকা), কবিতায় পাপিয়া সেলিম (ঢাকা), মোঃ ওবায়দুল ইসলাম (রাজশাহী), শফিক আফতাব (রংপুর), ফয়জুন্নেসা মনি (সিলেট), বিপাশা ম-ল (বরিশাল) তোফাজ্জেল হোসেন (খুলনা), এনামুল হক পলাশ (ময়মনসিংহ) ও শামস আরেফিন (চট্টগ্রাম। -বিজ্ঞপ্তি
×