ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোলট্রি শিল্পে বিদেশী বিনিয়োগ নিয়ে দ্বিধাদ্বন্দে সরকার

প্রকাশিত: ২৩:৫৭, ২৭ আগস্ট ২০১৬

পোলট্রি শিল্পে বিদেশী বিনিয়োগ নিয়ে দ্বিধাদ্বন্দে সরকার

অর্থনৈতিক রিপোর্টার॥ দেশের একটি অন্যতম উদীয়মান শিল্প পোল্ট্রি খাত। এখাতে বর্তমানে বিদেশি বিনিয়োগ বাড়ছে। আর একে নিয়েই তালগোল পাকিয়ে ফেলছে দেশীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, বাইরের কোম্পানির চাপে তাদের ব্যবসা ভরাডুবি হচ্ছে। এ প্রতিযোগিতার ওপর যদি সরকারি পর্যায়ে নজর রাখা না হয়- তবে দেশের পোল্ট্রী ব্যবসায়ীরা তাদের ব্যবসা হারাতে পারেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সম্প্রতি ব্যবসায়ীদের এমন অভিযোগ সম্পর্কে গ্লোবালমিটনিউজকে জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি, এ নিয়ে একটা গাইডলাইন দরকার। আমরা এখনো বুঝে উঠতে পারিনি- পোল্ট্রি খাতে বিদেশি বিনিয়োগ আমাদের জন্য সহায়ক না ক্ষতিকর। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করে শিগগির বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। বাংলাদেশে মূলত এখনো পর্যন্ত ৭টি বিদেশি পোল্ট্রি কোম্পানি চালু আছে। এর মধ্যে ভারত থেকে ৫টি। তারা বাজারের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ দখল করে। আর বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ডের চারুইন পোকফান্দ এবং চীনের নিউ হোপ। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজের কো-অরডিনেশন কমিটির তথ্যানুযায়ী, আশির দশকে এ খাতে বিনিয়োগ ছিল মাত্র ১৯১ মিলিয়ন ডলার। বর্তমানে তা ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ২০৩০ সালের মধ্যে এ বিনিয়োগ দ্বিগুণ হবে। পোল্ট্রি খাতে বিদেশি বিনিয়োগের ওপর সরকারি পর্যায়ে কোনো গাইডলাইন নেই- জানিয়ে কমিটির আহ্বায়ক মশিউর রহমান রহমান বলেন, বিদেশি কোম্পানির প্রবেশ এ শিল্পের জন্য ‘অশুভ’। তারা দেশীয় কোনো কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগেও আসতে চায় না। রহমান বলেন, স্থানীয় পর্যায়ে মাংসের চাহিদা পূরণ করে থাকে দেশীয় ব্যবসায়ীরা। এ খাতে অন্তত বিদেশি বিনিয়োগের প্রয়োজন নেই। বরং, বিদেশি বিনিয়োগকারীদের তাদের দেশে কোনো ব্যবসা খোলা উচিত। তারা নতুন নতুন বিষয় সম্পর্কে তাদের ভালো জ্ঞান রাখে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) এর সেক্রেটারি জেনারেল মুঞ্জুর মুর্শিদ খান অবশ্য এ খাতে বিদেশি বিনিয়োগের পক্ষে। তবে তিনি বলেন, বিদেশিদের এক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ করে রপ্তানিমুখী বাজার তৈরি করতে হবে। নতুবা তাদের বিনিয়োগ আমাদের অর্থনীতির জন্য তেমন কাজে আসবে না।
×