ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ আগস্ট ২০১৬

কবিতা

কাশফুল ঘাসফুল আবেদীন জনী তুলো তুলো মেঘগুলো ছেয়ে থাকে নীলপুর সাদা বক ডানা মেলে উড়ে ঘোরে বিলপুর। শিউলিরা হাসে বনে শাপলায় ভরা বিল রুপোমাখা চাঁদমুখ সারারাত ঝিলমিল। কাশফুলে ঘাসফুলে সাজে মাঠ-নদীপাড় ঝিরি ঝিরি বাতাসেরা নেচে যায় বার বার। সোনার বাংলাদেশে আব্দুস সালাম রঙধনুটার মাঝে শুধু সাতটি রং-ই আছে নানান রং ছড়িয়ে থাকে হাজার ফুলের মাঝে। সুরের ধ্বনি কোথায় আছে সবাই এটা জানে নানান সুর ভেসে আসে লক্ষ পাখির গানে। কোথায় আছে নদী-সাগর লবণভরা জলে? মিষ্টি মধুর নানান স্বাদের রসে ভরা ফলে? কোথায় আছে নীলের সাগর ঢাকা সবুজ বেশে? এসব কিছু যায় রে দেখা সোনার বাংলাদেশে।
×