ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেড়ায় ঝড়ে ব্যাপক ক্ষতি ॥ নৌকাডুবে নিহত এক

প্রকাশিত: ০৪:১৮, ২৭ আগস্ট ২০১৬

বেড়ায় ঝড়ে ব্যাপক ক্ষতি ॥ নৌকাডুবে নিহত এক

সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৬ আগস্ট ॥ বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়ে বেড়া উপজেলার যমুনা নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার কৈটোলা, নাকালিয়া, রাকসা, সোনাপদ্মা, বোরামারা, রঘুনাথপুর, প্রতাপপুর, খানপুরা ও কাজিরহাট এলাকায় অর্ধশতাধিক কাঁচা বাড়িঘরের টিনের চাল উড়ে গেছে। এসব এলাকার সড়কের দু’পাশে শতাধিক গাছ ভেঙ্গে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল। পাবনা পবিস-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, পবিস কর্মীরা বিদ্যুতের লাইন মেরামতে শুক্রবার ভোর থেকেই কাজ শুরু করেছে। এদিকে ওই রাতে রাতে বেড়া-সুজানগরের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে সুজানগরের গাজনার বিলে নৌকাডুবিতে নুরু কাজী (৬০) নামের এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে হাটখালী গ্রামের মৎস্যজীবী নুরু কাজী গাজনার বিলে মাছ ধরছিলেন। ঝড়-বৃষ্টির সময় তার নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। শুক্রবার সকালে গাজনার বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
×