ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফকনারের হ্যাটট্রিক, তবু জিতে সমতা শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ আগস্ট ২০১৬

ফকনারের হ্যাটট্রিক, তবু জিতে সমতা শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ বড় একটি সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। দারুণ ব্যাটিং করছিলেন অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ও কুসাল পেরেরা। জেমস ফকনার তখন পর্যন্ত কোন সাফল্যই পাননি। হঠাৎ জ্বলে উঠলেন এ পেস অলরাউন্ডার। অর্ধশতক হাঁকানো পেরেরাকে ফিরিয়ে দিলেন ৪৬তম ওভারের শেষ বলে। পরে ৪৮তম ওভারে এসে প্রথম বলেই শিকার করলেন ম্যাথুসকে এবং ঠিক পরের বলেই বোল্ড করে ফিরিয়ে দিলেন থিসারা পেরেরাকে। পূরণ করলেন ওয়ানডেতে ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে হ্যাটট্রিক। এরপরও তিন হাফসেঞ্চুরির ইনিংসে ভর দিয়ে ৪৮.৫ ওভারে ২৮৮ রানের বড় সংগ্রহ নিয়েই অলআউট হয় শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের এ দ্বিতীয় ওয়ানডেতে অসিরা রান তাড়া করতে নেমে ৪৭.২ ওভারে গুটিয়ে যায় ২০৬ রানে। ৮২ রানের সহজ জয়ে সিরিজে ১-১ সমতা আনল লঙ্কানরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই বাজে হয়েছে লঙ্কানদের। দলীয় মাত্র ১২ রানের মধ্যে দানুস্কা গুনাতিলকা (২) ও তিলকারতেœ দিলশানকে (১০) হারায়। এরপর ১২৫ রানের তৃতীয় উইকেট জুটি গড়ে দলকে ভাল অবস্থানে নিয়ে যান কুসাল মেন্ডিস ও চান্দিমাল। তবে ১১ রানের মধ্যে আবারও ৩ উইকেট খুঁইয়ে বিপর্যস্ত হয়ে পড়ে তারা। সেখান থেকে দলকে বড় সংগ্রহ আনার পথ করে দেন কুসাল পেরেরা ও ম্যাথুস ষষ্ঠ উইকেটে ১০৩ রানের জুটি গড়ে। এই সময় ফকনারের হ্যাটট্রিকে তিনশ’ রান করার যে স্বপ্ন দেখছিল লঙ্কানরা সেটা ভেস্তে যায়। এটি ছিল ওয়ানডে ইতিহাসে ৪০তম হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকের পরও ৪৮.৫ ওভারে ২৮৮ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। তিনটি করে উইকেট নেন এডাম জামপা, ফকনার ও মিচেল স্টার্ক। মেন্ডিস ৬৯ বলে ৯ চারে ৬৯, ম্যাথুস ৬০ বলে ১ চার ও ২ ছক্কায় ৫৭, কুসাল পেরেরা ৫৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। জবাব দিতে নেমে মাত্র ৪১ রানেই ৩ উইকেট খুঁইয়ে বসে অসিরা। বল হাতে জ্বলে ওঠেন থিসারা ও আমিলা আপোনসো। এ দুজনের বোলিং দাপটের মুখে শুধু লড়তে পেরেছেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। তিনি ৮৮ বলে ৩ চারে সর্বোচ্চ ৭৬ রান করেন। ট্রাভিস হেড পরবর্তীতে ৩১ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৩০ রান করেন। ৪৭.২ ওভারে মাত্র ২০৬ রানেই গুটিয়ে যায় অসিরা। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে নেমেই ১৮ রানে ৪ উইকেট নেন আপোনসো। ৮২ রানের জয়ে সিরিজে ১-১ সমতা আনল লঙ্কানরা। স্কোর ॥ শ্রীলঙ্কা ইনিংস- ২৮৮/১০; ৪৮.৫ ওভার (কুসাল মেন্ডিস ৬৯, ম্যাথুস ৫৭, কুসাল পেরেরা ৫৪, চান্দিমাল ৪৮; জামপা ৩/৪২, ফকনার ৩/৪৫, স্টার্ক ৩/৫৩)। অস্ট্রেলিয়া ইনিংস- ২০৬; ৪৭.২ ওভার (ওয়েড ৭৬, হেড ৩১, স্মিথ ৩০; আপোনসো ৪/১৮, থিসারা ৩/৩৩, ম্যাথুস ২/১৭)। ফল ॥ শ্রীলঙ্কা ৮২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ এ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা)। সিরিজ ॥ পাঁচ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ।
×