ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

আবৃত্তি একাডেমির দেড় যুগ পূর্তির অনুষ্ঠান আজ

প্রকাশিত: ০৬:০৩, ২৬ আগস্ট ২০১৬

আবৃত্তি একাডেমির দেড় যুগ পূর্তির অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার ॥ বাচিক সাহিত্যের প্রসারে ১৯৯৮ সালে গড়ে ওঠে আবৃত্তি একাডেমি। সময়ের স্রোতে প্রতিষ্ঠানটি পেরিয়েছে প্রতিষ্ঠার দেড় যুগ। সাফল্যের এই উদ্্যাপনে সংগঠনের পক্ষ থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে সূচনা হবে এ অনুষ্ঠানের। বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। অনুষ্ঠান উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। প্রধান অতিথির বক্তব্য রাখবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক। বিশেষ অতিথি থাকবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ সামাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। শুভেচ্ছা বক্তৃতা করবেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহ্কাম উল্লাহ্্। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় মঞ্চস্থ হবে ডি.এল রায়ের বিখ্যাত নাটক ‘সাজাহান’-এর শ্রুতিরূপ। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন মৃন্ময় মিজান। শনিবার বিকেল সাড়ে ৫টায় একই মিলনায়তনে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এদিন আলোচনার পাশাপাশি সংগঠনের শিক্ষার্থীদের সদনপত্র প্রদান করা হবে। সব শেষে মঞ্চস্থ হবে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতায় সাজানো আবৃত্তি প্রযোজনা ‘একদিন খুঁজেছিনু যারে’। প্রযোজিনাটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন দিলসাদ জাহান পিউলী। নাট্যশালায় মঞ্চস্থ দুই নাটক কোর্ট মার্শাল ও নভেরা ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার দু’টি মিলনায়তনে মঞ্চস্থ হলো দু’টি প্রযোজনা। মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের নাটক কোর্ট মার্শাল। আর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় ধ্রুপদ এ্যাক্টিং স্পেস প্রযোজিত নাটক নভেরা। কোর্ট মার্শাল নাটকটি লিখেছেন স্বদেশ দীপক। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। নতুনভাবে নাটকটি মঞ্চায়নে সমন্বয়কের ভূমিকা রেখেছেন দলের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ বারী। নাটকটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবসভ্যতার ইতিহাস এবং সত্য-মিথ্যার দ্বন্দ্ব। পৃথিবীর ইতিহাস মূলত মানবসভ্যতার ইতিহাস। আর মানবসভ্যতার ইতিহাস হলো অজানাকে জানার ইতিহাস। অজানাকে জানতে গিয়ে সত্য এবং মিথ্যার মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্ব থেকেই বেরিয়ে আসে অন্য এক সত্য, যা সভ্যতা তৈরি করে। অনেক সময় চলিত সত্যের মধ্যেই মিথ্যের বীজ থেকে যায়। অন্য কথায় বলা যায়, একটা ভিন্ন সত্যের অস্তিত্ব যেন রয়ে যায়। এমন সব সত্য মানুষকে দেখাতে পারে মুক্তির পথ। এমনই গল্পের নাটকে দেখানো হয়েছে সত্যের অনুসন্ধানেই কবল আত্মার মুক্তি সম্ভব। শ্রেণী সংগ্রাম, রাজনৈতিক ঐতিহ্য, সামন্ততান্ত্রিক মানসিকতা, নৈরাজ্যÑসবকিছুকে ছাপিয়ে অনন্ত সত্যের পথে এগিয়ে যায় প্রযোজনাটির কাহিনী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ। দেশের প্রথম নারী ভাস্কর নভেরা আহমেদের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে নির্মিত নাটক নভেরা। হাসনাত আবদুল হাইয়ের জীবনীভিত্তিক উপন্যাস ‘নভেরা’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান দোলা। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। একক অভিনয়ন করেছেন সামিউন জাহান দোলা। নাটকের প্রেক্ষাপট ১৯৪৫ সাল থেকে নভেরার মৃত্যুর আগ পর্যন্ত। নাটকের শুরু একটি কবিতা থেকে, যেখানে একটি ভ্রুণ মাত্র এ পৃথিবীতে জন্ম নিয়ে প্রাণের অস্তিত্ব অনুভব করে। নাটকটির গবেষণাকর্মে সাহায্য করেছেন সুরভী রয়। সঙ্গীত পরিচালনা করেছেন কেয়া চৌধুরী জুঁই। ফেরদৌস আরার কণ্ঠে নজরুল সঙ্গীতের ভিডিও চিত্র ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চারটি গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন বিশিষ্ট চার চলচ্চিত্র নির্মাতা। তারা হলেনÑ কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান ও আমজাদ হোসেন। ভিডিও চিত্রে চারটি গানের কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। অনন্যা রুমার পরিচালনায় ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ শিরোনামে গানের এই অনুষ্ঠানটি দেখা যাবে কাল শনিবার কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কাজী নজরুল ইসলামের গানের চিত্রায়নের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান ও আমজাদ হোসেনের ছেলে আরমান। ‘নাইয়া ধীরে চালাও তরণী’ গানের চিত্রায়ন করেছেন কাজী হায়াৎ। এই গানের দৃশ্যে অভিনয় করেছেন মেহমুদ ও মীম। গানের চিত্রায়ন প্রসঙ্গে নির্মাতা জানান, নজরুলের গানের চিত্রায়ন করা হয়েছে নজরুলের ভাবনা থেকে। যেন নজরুল সামনে বসে আছেন। গতানুগতিক ধারায় নির্মিত গানের ভিডিওচিত্রটি নজরুলপ্রেমীদের কাছে বিশেষ উপভোগ্য হবে। সিনেমা ফরমেটে গানের চিত্রায়ন হওয়ায় ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ভালভাবে দেখা যাবে। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ‘রাক্ষুসী’ চলচ্চিত্রের নির্মাতা ১২ বছর পর আবার নির্মাণে ফিরলেন মতির রহমান। অনেকগুলো গান থেকে বেছে নেন নজরুলের প্রেম পর্যায়ের গান ‘প্রিয়া মোছ এ আঁখি জল’। গানের কথার সঙ্গে চিত্রায়ন করেছেন নিপুণভাবে। তিনি জানান, গানের কথার সঙ্গে মিল রেখে চিত্রায়ন করা খুব একটা সহজ ছিল না। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে নির্মিত হয়েছে গানের চিত্রায়ন। একইসঙ্গে সাদা-কালো ও রঙিন চিত্র ব্যবহার করা হয়েছে। সচেতনভাবে মুক্তিযুদ্ধের চিত্রায়নে রঙের ব্যবহার করেছেন তিনি। এই গানে মডেল হয়েছেন সালমান ডেভিড ও নওশীন নদী। সোহানুর রহমান সোহান নির্মাণ করেছেন ‘আমার আপনার চেয়ে আপন যেজন’। এ গানের মডেল হয়েছেন মারিয়া মিষ্টি ও বাপ্পি। ‘এ ঘর ভোলানো সুর...’ গানের চিত্রায়ন করেছেন আমজাদ হোসেন। এই গানে মডেল হয়েছেন জায়ান ও সিনি স্নিগ্ধা। অনুভূতি প্রকাশ করে ফেরদৌস আরা বলেন, নজরুলের গান হচ্ছে আমার জীবনের ধ্যান-জ্ঞান। তাঁর অনেক গান গেয়েছি। তবে এবারকার গান আমার কাছে বিশেষভাবে গুরুত্ব রয়েছে। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গানের চিত্রায়নে কণ্ঠ দিয়ে আমি গর্বিত বোধ করছি।
×