ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে হামলা, অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ আগস্ট ২০১৬

সীতাকুণ্ডে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে হামলা, অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৪ আগস্ট ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে হামলা করেছে ভারি যানবাহনের চালকরা। গত মঙ্গলবার রাত ৩টার সময় উপজেলাধীন বড় দারোগারহাট দুটি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এতে এক্সেল অফিসের ছয় কর্মকর্তা আহত হয়। তাৎক্ষণিকভাবে সীতাকু- ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। জানা যায়, মহাসড়কে যানবাহনের ওভারলোডিং বন্ধ করে দুর্ঘটনা কমানো ও মহাসড়ককে স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে সীতাকু- বড় দারোগাহাটে ১০ কোটি টাকা ব্যয়ে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন নির্মাণে বরাদ্দ দেয় ২০০৩ সালে। এই প্রকল্পটির কাজ শুরু করলে দীর্ঘদিন যাবত ঝুলিয়ে থাকে যা পরবর্তীতে অবসান ঘটে। ২০১২ সালে পহেলা জুন থেকে পূর্ব সাইট এক অংশে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন চালু হয়। গত ২৪ জুলাই তারিখে মন্ত্রণালয় থেকে রাস্তার পশ্চিম সাইডে লোড এক্সেল কন্ট্রোল বাস্তবায়ন প্রজ্ঞাপন জারি হয়। গত ২২ আগস্ট তারিখে আনুষ্ঠানিকভাবে চালু হলে এতে প্রতিদিনই ভারি যানবাহনের জরিমানা করা হয়। গত মঙ্গলবার রাত তিনটার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৫০-৬০টি ভারি যানবাহন উপজেলাধীন বড় দারোগারহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের সামনে আসলে এক্সেল কর্মকর্তারা ভারি যানবাহনগুলো পরিমাপ করে। এতে অতিরিক্ত মাল লোড করায় জরিমানা করা হলে চালকরা তাদের ওপর হামলা করে ও ভাংচুর অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আহতরা হলেন, সিগন্যাল ম্যান কামাল উদ্দিন, ওভার লোড কন্ট্রোলার তায়েব, মিজান, সিগন্যাল ম্যান বাবলু, সিগন্যাল ম্যান জাহিদ ও শুভ গুরুতর আহত হয়। গুরুতর আহত দুইজনকে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুন্দরবন রক্ষায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ আগস্ট ॥ প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের রামপাল তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় মঞ্চের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ইমরান হাবিব রুমন ও ফরিদপুরের সংগঠক সৌম্যক সাহা ধ্রুব বক্তব্য দেন। বক্তারা বলেন, রামপালে তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হলে প্রকৃতি ও পরিবেশ বিপণœ হবে এবং সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। বক্তারা পরিবেশ বাঁচাতে এবং সুন্দরবনকে রক্ষা করতে ওই বিদ্যুতকেন্দ্র অন্যত্র স্থাপনের দাবি জানান। বিধবা ভাতা কার্ড বিতরণ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ আগস্ট ॥ বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের এক শ’ ৩৯ জনকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের কার্ড বিতরণ করা হয়েছে। এরমধ্যে বয়স্ক ভাতা কার্ড ৬৩, বিধবা ভাতা কার্ড ২৩ এবং প্রতিবন্ধী ভাতা কার্ড পেয়েছেন ৫৩জন। এ উপলক্ষে পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খাঁন রাজু, চেয়ারম্যান শেখ রফি আহম্মেদ আচ্চু, আবু রেজা খাঁন প্রমুখ।
×