ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৪ কেজি ওজনের মুক্তা

প্রকাশিত: ০৫:৫০, ২৪ আগস্ট ২০১৬

৩৪ কেজি ওজনের মুক্তা

পৃথিবীর সবচেয়ে বড় মুক্তার সন্ধান মিলল ফিলিপিন্সে। এটির ওজন ৩৪ কেজি। দৈর্ঘ্য দুই ফুট। প্রস্থ এক ফুট। মুক্তাটির বর্তমান বাজার মূল্য ১০ কোটি ডলার। গত ১০ বছর আগে পালাওয়ান দ্বীপের উপকূলে এক জেলে মুক্তাটি পান। পরে এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে তিনি তার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখেন। অবশ্য সেসময় এই জেলে মুক্তাটির মূল্য বুঝতে পারেননি। কিন্তু এ বছরের প্রথম দিকে তার ঘরে আগুন লাগে। এ সময় ঘরের অন্যান্য জিনিস সরানোর সময় মুক্তাটি সবার নজরে আসে। এ সময় ওই জেলে মুক্তাটি পাশের পুয়ের্তো প্রিন্সেসা শহরের পর্যটন কর্মকর্তা আইলেন সিনথিয়া আমুরাওয়ের নজরে আনেন। এই পর্যটন কর্মকর্তা এটি দেখে প্রথমে চমকে যান। কারণ এতবড় মুক্তার খবর তার জানা ছিল না। বর্তমানে পুয়ের্তো প্রিন্সেসা শহরের একটি হলে পর্যটকদের দেখার জন্য এটি রাখা হয়েছে। এই হলটিতে আরও বড় রতœ সাজিয়ে রাখা রয়েছে। পর্যটন কর্মকর্তা আইলিন সিনথিয়া আমুরাও ওই জেলের সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর আইলেন সিনথিয়া আমুরাও বলেছেন ওই জেলে একদিন পানিতে জাল ফেলার পর এটিকে টেনে তুলতে পারছিলেন না। পরে ওই জেলের মনে হয় এটি কোন শক্ত বস্তুর সঙ্গে আটকে গেছে। পরে ওই জেলে পানিতে নেমে জালটি টেনে তোলেন। জালের সঙ্গে একটি বড় ঝিনুকের খোলস উঠে এলে প্রথমে এটি দেখে তিনি ভয় পান। পরে খোলার পর তিনি এটিকে সৌভাগ্যের প্রতীক কোন পাথর বলে মনে করে এটি ঘরের মধ্যে লুকিয়ে রাখেন। আইলিন সিনথিয়া আমুরাও আরও বলেন, পরে এটি আমার কাছে আনলে আমরা বিস্মিত হই। এর আগে ১৯৩০ সালে ফিলিপিন্সের এই পালাওয়ান দ্বীপের কাছেই সমুদ্রে সবচেয়ে বড় মুক্তার খোঁজ মিলেছিল। এই মুক্তাটির নাম ‘লাও জু’ যার ওজন ৬.৪ কেজি। তবে বর্তমান এই মুক্তাটি যাচাইয়ের পর সবচেয়ে বড় মুক্তোর তকমা পেয়েছে। পার্ল গাইড ডটকম অবলম্বনে।
×