ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেয়ার এ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই ‘হিরো’

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ আগস্ট ২০১৬

ফেয়ার এ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই  ‘হিরো’

সংস্কৃতি ডেস্ক ॥ একজন হিরোকে আইডল হিসেবে মানেন অনেকেই। হিরোর স্টাইল, ফ্যাশন, তার উক্তি সবই ভক্তদের কাছে আকর্ষণীয়। তবে এই হিরো হওয়ার জন্য অনেককে অনেককিছু প্রমাণ করতে হয়, কারণ হিরো হওয়ার স্বপ্নটা আকাশছোঁয়া। সেই স্বপ্নে পৌঁছাতে প্রয়োজন এক্সট্রিম প্যাশন। তাই হিরো হতে চাওয়া প্যাশনেট মানুষগুলোর স্বপ্নপূরণের জন্যই প্ল্যাটফর্ম নিয়ে এসেছে ‘ফেয়ার এ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো, পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি‘। চ্যানেল আইতে অনুষ্ঠানের ৭টি পর্ব প্রচারের পর দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। আজ রাত ৯-৩৫ মিনিটে প্রচার হবে এই প্রতিযোগিতার ৮ম পর্ব, রোমান্টিক রাউন্ড। সেনাবাহিনীর সঙ্গে করা রাউন্ডগুলোতে প্রতিযোগীরা দেখিয়েছিল তাদের শক্তি এবং এ্যাকশনের মেধা। এই রাউন্ডে প্রতিযোগিরা প্রমাণ করবে হিরো হিসেবে তারা কতটা রোমান্টিক। রোমান্টিক গানের সঙ্গে নাচের মাধ্যমে তারা মাতিয়ে তুলবে স্টেজ, দেখাবে হিরোইনদের সঙ্গে তাদের ক্যামিস্ট্রি। হিরোদের এই পারফর্মেন্সে তাদের সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং নৃত্যশিল্পীরা। এদের মধ্যে রয়েছেনÑ নাবিলা, সাফা কবির, মারিয়া নূর, নাদিয়া, সুপ্রিয়া, সামিয়া, সুমি, শোভা, সিনথিয়া, মীম এবং ইভানা। ‘ফেয়ার এ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’র এই পর্বে অংশ নিয়ে তারা জানিয়েছেন তাদের নানা অভিমত। এ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আমাদের নাচের স্টেপ, এ্যাক্ট সবকিছুই খুব ফানি ছিল। আমাদের পুরো পারফর্মেন্সটাই খুব মজার। আমার পার্টনার খুবই ভাল আর সার্পোটিভ।’ মারিয়া নূর বলেন, আমি নাচের মানুষ না। তবু আমাদের কোরিওগ্রাফারের চেষ্টায় আমাদের পারফর্মেন্স ভালই হবে আশা করি। সাফা কবির বলেন, ‘আমাদের নাচের কোরিওগ্রাফটা একটু টাফ। আমি প্র্যাকটিসের সময় পায়েও ব্যথা পেয়েছি। প্রধান বিচারক চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেত্রী তানিয়ার সঙ্গে গেস্ট জাজেস হিসেবে থাকবেন চিত্রনায়ক ইমন এবং ড্যান্সিং কুইন তারিন। সেরা দশকে নিয়ে করা এটাই পথম পর্ব। আজকের পারফর্মেন্সের ওপর বিচার করে সবচেয়ে কম মার্ক পাওয়া একজন প্রতিযোগী হবে এলিমিনেটেড।
×