ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৩২০ মে.ও. কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে তেনেগা পিডিবি যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে

প্রকাশিত: ০৫:৩০, ২৩ আগস্ট ২০১৬

১৩২০ মে.ও. কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে তেনেগা পিডিবি যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ার তেনেগা বারহেডের সঙ্গে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) যৌথ মূলধনী কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে বিদ্যুত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহেশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে বাংলাদেশ মালয়েশিয়া যৌথ স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতু সেরি উতামা এস. সামী ভেলু। পাওয়ার টেককে মালয়েশিয়ান কনসোর্টিয়ামে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া জি টু জি পদ্ধতিতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং পিডিবি ও মালয়েশিয়ান কনসোর্টিয়ামের মধ্যে স্বাক্ষরিত এমওইউ পরিবর্ধন ও পরিমার্জন সমঝোতার ভিত্তিতে করা যাবে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, ফিজিবিলিটি স্টাডি ও পিবিএ, এইএ, এলএলএ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। সভায় বিদ্যুত কেন্দ্র নির্মাণের চুক্তি (ইপিসি কন্ট্রাক্ট) ২০১৮ সালের জুন এবং কমার্শিয়াল অপারেশন জুন ২০২২ এর মধ্যে সম্পন্ন করা হবে। সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোঃ তায়িব, বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব-উল-আলম ও পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।
×