ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উর্জিত প্যাটেল ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গবর্নর

প্রকাশিত: ০৪:০৭, ২৩ আগস্ট ২০১৬

উর্জিত প্যাটেল ভারতের কেন্দ্রীয় ব্যাংকের  নতুন গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নতুন গবর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান ডেপুটি গবর্নর ড. উর্জিত আর প্যাটেল। ভারতের সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া (টিওআই) জানায়, ভারতের সংসদীয় নিয়োগ কমিটি (এসিসি) আগামী তিন বছরের জন্য উর্জিত প্যাটেলকে আরবিআইর গবর্নর হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন দিয়েছে। টিওআইর প্রতিবেদনে বলা হয়, আরবিআইর বিদায়ী গবর্নর রঘুরাম রাজনের স্থলাভিষিক্ত হচ্ছেন উর্জিত প্যাটেল। তিনি আগামী ৪ সেপ্টেম্বর আরবিআইর গবর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিন রঘুরাম রাজনের তিন বছরের চুক্তির মেয়াদ সম্পূর্ণ হবে। এর আগে চলতি বছরের জুন মাসে রঘুরাম রাজন ঘোষণা দেন যে তিনি চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিন বছরের চুক্তির মেয়াদ শেষে পদত্যাগ করবেন। টিওআইর প্রতিবেদনে বলা হয়, রঘুরাম রাজনের ‘মুদ্রাস্ফীতি যোদ্ধা’ হিসেবে পরিচিত ছিলেন উর্জিত প্যাটেল। এর আগে তিনি আরবিআইর অষ্টম ডেপুটি গবর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫২ বছর বয়সী অর্থনীতিবিদ প্যাটেল আরবিআইর মুদ্রানীতির উল্লেখযোগ্য পরিবর্তনে গঠিত প্যানেলের নেতৃত্ব দিয়েছেন।
×