ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসিকে নাগরিক সুবিধা বাড়ানো হচ্ছে ॥ নাছির

প্রকাশিত: ০৬:৩৪, ২২ আগস্ট ২০১৬

চসিকে নাগরিক সুবিধা বাড়ানো হচ্ছে ॥ নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিটি কর্পোরেশনকে (চসিক) পরিকল্পিতভাবে নাগরিক সেবার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ৪১টি ওয়ার্ডে সার্ভে পরিচালনা করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একই রঙের সকল ওয়ার্ড কার্যালয় ও প্রতি ওয়ার্ডে একটি করে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আয়বর্ধক প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে নাগরিক সুবিধা ভোগ করতে হলে নাগরিকদেরও দায়-দায়িত্ব নিতে হবে। নাগরিক দায়িত্ববোধ থেকেই সকল নাগরিককে তাদের ওপর ধার্যকৃত ট্যাক্স নিয়মিত পরিশোধ করতে হবে। রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩তম সাধারণ সভায় কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সভায় তিনি চলমান কর্মকা-ের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং নগরীর উন্নয়নে পরিকল্পনাসমূহ তুলে ধরেন। মেয়র বলেন, নাগরিক সেবা পেতে হলে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, নগরীতে যারা দোকানপাট, ব্যবসা-বাণিজ্য করছেন তাদের ট্রেড লাইসেন্স গ্রহণ করেই ব্যবসা করতে হবে। তিনি বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুততার সঙ্গে মেরামত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নগরীর নালা-নর্দমা, খাল-বিল, খাস জমি, সিটি কর্পোরেশনের জায়গাসমূহ উদ্ধারে ১ সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনার কথা সাধারণ সভাকে অবহিত করেন। তিনি বলেন, অবৈধ দখলমুক্ত করার জন্য সকল ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ক্রাস প্রোগ্রাম’ পরিচালিত হবে।
×