ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনায় উদযাপন মোসলির জন্মদিন

প্রকাশিত: ০৭:০৬, ২১ আগস্ট ২০১৬

সোনায় উদযাপন মোসলির জন্মদিন

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার ছিল ইস্তেল্লি মোসলির জন্মদিন। আর এদিনই রিও অলিম্পিকের মহিলা লাইটওয়েট বক্সিংয়ের ফাইনাল খেলতে নামেন তিনি। শেষ পর্যন্ত চীনের ইন জুনহুয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জেতেন ইস্তেল্লি মোসলি। নিজের ২৪তম জন্মদিনেই বক্সিংয়ে ফ্রান্সকে প্রথম স্বর্ণপদক উপহার দিলেন তিনি! বিস্ময়কর এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত মোসলি। সেইসঙ্গে জন্মদিনে ফ্রান্সকে প্রথম স্বর্ণপদক উপহার দিতে পেরে গর্বিতও। এ প্রসঙ্গে স্বর্ণপদক জয়ের পর ইস্তেল্লি মোসলি বলেন, ‘জন্মদিনে আমার জন্য এটা আকর্ষণীয় উপহার। অবশ্যই আমার সেরা সুন্দর উপহার। বছরজুড়ে করা সংগ্রাম এবং প্রচেষ্টারই যেন পুরস্কার পেলাম। বক্সিংয়ে ফ্রান্সকে প্রথম স্বর্ণপদক দিতে পেরে আমি নিজেকেও খুব সম্মানিত মনে করছি।’ এছাড়া এই ইভেন্ট থেকে ব্রোঞ্জপদক জিতেছেন ফিনল্যান্ডের মিরা পোটকোনেন এবং রাশিয়ার এ্যানাস্তাসিয়া বেলিয়াকোভা। ব্রোঞ্জপদক জিতেও সন্তুষ্ট রাশিয়ান বক্সার বেলিয়াকোভা। এ প্রসঙ্গে প্রতিযোগিতার শেষে তিনি বলেন, ‘নাকের চারপাশে অলিম্পিকের পদক ঝুলাতে পারাটা সত্যিই খুব আনন্দের। তবে আমি অবশ্যই এখানে ভিন্ন রঙের পদক জিততে এসেছিলাম। কিন্তু দুভার্গ্যবশত তা হয়নি। তবে অলিম্পিকের যে কোন পদক জিততে পারাটাই অনেক গর্বের। তা করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’ এদিকে ৫৭ কেজি ফ্রি-স্টাইল রেসলিংয়ে স্বর্ণপদক জিতেছেন জর্জিয়ার ভøাদিমার খিনচেগাশভিলি। ফাইনালে তিনি ৪-৩ ব্যবধানে পরাজিত করেন জাপানের রেই হিগুচিকে। তবে স্বর্ণপদক জিতলেও খিনচেগাশভিলি প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (রেই হিগুচি) খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমি এ ব্যাপারে নিশ্চিত করেই বলতে পারি যে ভবিষ্যতে সে আরও অনেক পদক জিতবে। তার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তবে ফাইনালে আমার তার মুখোমুখি হওয়াটা মোটেই বিস্ময়কর ছিল না।’ এদিকে তাইকোয়ান্দোর ৮০ কেজি ফাইনালে আইভরিকোস্টকে অলিম্পিক ইতিহাসের প্রথম স্বর্ণপদক উপহার দিলেন চেইক সাল্লাহ। স্থানীয় সময় শুক্রবার ফাইনালে ব্রিটেনের লুটালো মুহাম্মদকে হারিয়ে অসামান্য এই কীর্তি গড়েন। স্বর্ণপদক জয়ের লড়াইয়ে চেইক সাল্লাহ ৮-৬ ব্যবধানে পরাজিত করেন লুটালো মুহাম্মদকে। এছাড়া তিউনিসিয়ার ওসামা ওয়েসলাতি এবং তুরস্কের মিলাদ বেইজি ব্রোঞ্জপদক জয়ের স্বাদ পান।
×