ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় এলপিজি ডিপোতে বিস্ফোরণ ॥ ৩ ট্রাক ভস্মীভূত

প্রকাশিত: ০৬:৪১, ২১ আগস্ট ২০১৬

বগুড়ায় এলপিজি ডিপোতে বিস্ফোরণ ॥ ৩ ট্রাক ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলপিজি সিলিন্ডারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ট্রাক থেকে ডিপোতে সিলিন্ডার নামানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। এতে একাধিক সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বিস্ফোরণ ও আগুনে সিলিন্ডারবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে ভস্মীভূত হয়। এছাড়া ডিপোর পাশে দাঁড়িয়ে থাকা আরও ২টি ট্রাক আংশিক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বিপিসির এ আঞ্চলিক ডিপো থেকে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৪ জেলার পদ্মা মেঘনা ও যমুনার পরিবেশকদের এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়ে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে আসা ট্রাকভর্তি এলপিজি সিলিন্ডার খালাস করা হচ্ছিল। এ সময় হঠাৎ করে একটি সিলিন্ডার বিস্ফোরণ ও আগুন ধরে যায়। এতে একের পর এক সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে। বেশ কয়েকটি সিলিন্ডার ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে পর্যন্ত উড়ে গিয়ে পড়ে। এলপিজি সিলিন্ডারভর্তি ট্রাক ছাড়াও পাশে থাকা আরও দুটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। এ দুটি ট্রাকও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। একাধিক সিলিন্ডার বিস্ফোরণ ও আগুনের কারণে পুরো এলাকায় সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। ডিপোর মেঘনা পেট্রোলিয়ামের অফিস সহকারী মইনুল হক জানান, ট্রাকে প্রায় ৪শ’ এলপিজি ভর্তি সিলিন্ডার ছিল। সিলিন্ডারের ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে তিনি জানান। পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার দীর্ঘদিন ব্যবহারে জীর্ণ ছিল। বিজেএমসিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া জাতীয় শোক দিবস উপলক্ষে বিজেএমসির সম্মেলনকক্ষে সোমবার দুপুরে বিজেএমসির নতুন চেয়ারম্যান ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জাতীয় শোক দিবসের মাহাত্ম্য ও তাৎপর্য বর্ণনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট সচিব এমএ কাদের। আরও উপস্থিত ছিলেন- বিজেএমসির পরিচালকবৃন্দ, সচিব এবং সবস্তরের কর্মচারী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবন এবং শ্যামল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। -বিজ্ঞপ্তি শোক দিবস উপলক্ষে তাঁত বোর্ডে আলোচনা সভা বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বোর্ডের সদস্যবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, সচিব এবং বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। -বিজ্ঞপ্তি
×