ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের জঙ্গীবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪০, ২১ আগস্ট ২০১৬

সাংবাদিকদের জঙ্গীবিরোধী মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ এটা আমার দেশ, মৃত্যু উপত্যকা নয়- রুখে দাও জঙ্গীবাদÑ এই সেøাগানকে সামনে রেখে শনিবার সারাদেশে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও সমাবেশে যোগ দেন। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম ॥ জঙ্গী ও সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। শনিবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জঙ্গী হামলা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্যসহ সকল সংবাদকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন। খুলনা ॥ শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে মানববন্ধন হয়। কেইউজের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলম ও সহ-সভাপতি মল্লিক সুধাংশুর পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন- খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, জাসদের কেন্দ্রীয় নেতা খালিদ হোসেন, আওয়ামী লীগ নেতা ও খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক হুমায়ূন কবির ববি, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, বিএফইউজের যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, আসাদুজ্জামান রিয়াজ, সিনিয়র সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না প্রমুখ। রাজশাহী ॥ শনিবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে আরইউজে ছাড়াও রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব, রাজশাহী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ^বিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী ফিল্ম সোসাইটি ও কবিকুঞ্জসহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সমাবেশে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ। এতে বক্তব্য রাখেন- আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে সদস্য আনিসুজ্জামান, প্রমুখ। বগুড়া ॥ শনিবার সংবাদকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। বেলা ১১টায় স্টেশন রোডে বগুড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা অংশ নেন। প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমার যাদু সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- প্রেসক্লাব ও বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম. সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। শেরপুর ॥ মানববন্ধন কর্মসূচী পালন করেছে শেরপুর প্রেসক্লাব। শনিবার প্রেসক্লাব ভবনের সামনের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর প্রমুখ। বাগেরহাট ॥ শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়া প্রেসক্লাবের সামনে তুষার রায় রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম. অধ্যক্ষ সাইফুল ইসলাম, সমীর বরণ পাইক, দিহিদার জাহিদুল ইসলাম বুলু, সরদার অলিউজ্জামান উজ্জ্বল, সুপার্থ কুমার ম-ল, খান সুমন, ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস প্রমুখ। চুয়াডাঙ্গা ॥ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের যৌথ আয়োজনে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, বিএমএ’র সভাপতি ডাঃ মাটিন হিরক চৌধুরী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিথা এবং সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী বক্তব্য দেন। যশোর ॥ শনিবার মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন জেইউজে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। বক্তব্য রাখেনÑ জেইউজে সভাপতি সাজেদ রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, ফখরে আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি শ্রীবণী সুর, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ। ময়মনসিংহ ॥ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক সমাজ। শনিবার দুপুরে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করেন সাংবাদিকরা। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস রুখে দেয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন আতাউল করিম, বাবুল হোসেন, মীর গোলাম মোস্তফা। মুন্সীগঞ্জ ॥ জাতীয় প্রেসক্লাবের আহ্বানে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন হয়েছে। হাসাইল-টঙ্গীবাড়ি সড়কের সাতুল্লায় মানববন্ধন হয়। প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের নেতৃত্বে সাংবাদিকসহ, শিক্ষক, বুদ্ধিজীবী, সংগঠক এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন এতে।
×