ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কারের ধাক্কায় দুই পথচারী নিহত, গুলি করে টাকা লুট

প্রকাশিত: ০৫:৫৮, ২১ আগস্ট ২০১৬

রাজধানীতে কারের ধাক্কায় দুই পথচারী নিহত, গুলি করে টাকা লুট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে প্রাইভেটকারের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে। গুলশানে বিদ্যুতস্পৃষ্ট ও ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে ভাটারায় দোকানে ঢুকে এক বিকাশ কর্মীকে গুলি করে ক্যাশ লুট করে নিয়ে গেছে। এছাড়া কাফরুলে ২৪৮টি পেট্রোলবোমাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর বনানীতে প্রাইভেটকারের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, রমেন দাঙ্গা (৪২) ও কোহিনুর আলম (৩৫)। নিহত রোমেন দাঙ্গা একটি বেসরকারী প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কাজ করতেন। আর কোহিনুর ছিলেন নিরাপত্তাকর্মী। বনানী থানার ওসি (তদন্ত) ওহেদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বনানীর রোড় নম্বর ১১/১২ নম্বর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার ওই দুই ব্যক্তিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওসি জানান, প্রাইভেটকাসহ চালক ফাহিমকে আটক করা হয়েছে। নিরাপত্তাকর্মীর মৃত্যু ॥ এদিকে একইদিন সকালে রাজধানীর গুলশানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৫) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম ইদ্রিস আলী। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর গ্রামে। নিহতের সহকর্মী হাফিজুর রহমান জানান, গুলশান-২ নম্বরে অবস্থিত ১০/এ রোডের ৬৯ নম্বর বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন রবিউল। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা সময় বিদ্যুতস্পৃষ্ট হন রবিউল। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় রবিউলকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু জানান, দুপুরে রবিউলের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। শ্রমিকের মৃত্যু ॥ অন্যদিন একই সময় রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহিদ হোসেন জাহাঙ্গীর (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সদর উপজেলায়। নিহতের সহকর্মী মুক্তার হোসেন জানান, শনিবার সকাল ৯টার দিকে গুলশান-২-এ একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় কাজ করছিলেন জাহাঙ্গীর। হঠাৎ ওপর থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছিনতাই ॥ রাজধানীর ভাটারার নুরেরচালা এলাকায় ছিনতাইকারীরা ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বিকাশকর্মী জহিরুল ইসলামকে (২৪) গুলি করে নগদ প্রায় ৫ লাখ টাকা ক্যাশ লুট করে নিয়ে গেছে। পরে গুলিবিদ্ধ আহত জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ জহিরুল বলেন, নুরেরচালা বাজারে মাসুদ এন্টারপ্রাইজ নামের বিকাশ এজেন্ট দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন জহিরুল। তিনি জানান, শনিবার সকালে রিপন নামে অপর এক কর্মীর সঙ্গে টাকার হিসাব করছিলেন। তিনি জানান, বেলা ১১টার দিকে হঠাৎ তিন যুবক দোকানে প্রবেশ করে তার দুই পায়ে গুলি করে ক্যাশ লুট করে পালিয়ে যায়। এ সময় দোকানে অবস্থানরত রিপনের কাছে থাকা একটি ব্যাগও ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। জহিরুল জানান, প্রায় ৫ লাখ টাকা হবে। তার হিসাব করা ছিল না। তিনি জানান, মাসুদ এন্টারপ্রাইজের মালিকের নাম সেলিম খান। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে তিনজন লোক পায়ে হেঁটে ওই দোকানে ঢুকে। বিকাশ এজেন্টের ওই দোকানে কর্মচারী জহিরুল তখন ক্যাশে বসা ছিলেন। এ সময় তাকে দুটি গুলি তার উরু ও গোড়ালিতে বিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীরা তার দোকানের ক্যাশ লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে জহিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান গুলিবিদ্ধ অবস্থায় জহিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট্রোলবোমাসহ এক যুবক গ্রেফতার ॥ রাজধানীর কাফরুলে ২৪৮টি পেট্রোলবোমাসহ রাজু দেওয়ান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোঃ ইউসুফ আলী জানান, এএসআই মোঃ শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে কাফরুল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
×