ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের বিচারে কমিশন করতে হবে ॥ হানিফ

প্রকাশিত: ০৮:৩৫, ১৯ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের বিচারে কমিশন করতে হবে ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে জিয়াউর রহমানসহ জড়িতদের বিচারের জন্য আলাদা কমিশনের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি অডিটরিয়ামে ‘১৫ আগস্ট ট্র্যাজেডি এবং আজকের জঙ্গীবাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এই আলোচনা সভার আয়োজন করে। হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যার ঘাতকদের বিচার শেষে অনেকের দ- কার্যকর হয়েছে। পলাতক খুনীদের ফিরিয়ে এনে দ- কার্যকরের চেষ্টা চলছে। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের বিচারে আলাদা কমিশনের মাধ্যমে তদন্ত করতে হবে। এছাড়া খুনীদের মূল উন্মোচন সম্ভব নয়। স্বাচিপের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোঃ আফজাল, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
×