ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্দরে ৮ লাইটার জাহাজকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:২১, ১৮ আগস্ট ২০১৬

বন্দরে ৮ লাইটার জাহাজকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিরাপত্তা সরঞ্জাম না রাখা ও চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম বন্দরে ৮ লাইটার জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুই জাহাজের কাছ থেকে আদায় করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার টাকা বকেয়া বিল। বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত বুধবার এ অভিযান পরিচালনা করে। জানা যায়, বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপকূল অতিক্রমের অনুমতি না থাকা, যত্রতত্র নোঙ্গর ফেলে চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অতিরিক্ত পণ্য বোঝাইসহ নানা অপরাধে দ- দেয়া হয় জাহাজগুলোকে। দ-িত লাইটার জাহাজগুলো হলো এমভি আল আলভী, এমভি সাফফাতুল হক-২, এমভি আল ইত্তেহাজ-১, এমভি মারিয়া তাসনিম-১, এমভি রূপালী সৈকত, এমভি নাফিস-২, এমভি ইফতি ও এমভি ওটি করিম-৮। এছাড়া এমভি শিপার্স ওয়ার্ল্ড-১ থেকে ৮৪ হাজার টাকা ও এমভি চর শ্যামাইল নামের লাইটার জাহাজ থেকে ৫০ হাজার টাকা বকেয়া বিল আদায় করা হয়। মাদক রাখার দায়ে একজনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে মাদকদ্রব্য রাখার অপরাধে এক আসামিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। দ-িত জাহাঙ্গীর আলমের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে। বুধবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় প্রদান করেন। জানা যায়, জাহাঙ্গীর আলমকে ২০০৫ সালের ৫ মার্চ তার বাড়ি ঘেরাও করে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তার কাছে পাওয়া যায় ১৩০ বোতল ফেনসিডিল। সে মাদকদ্রব্যের বিক্রেতা হিসেবে এলাকায় পরিচিত। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন অধিদফতরের পরিদর্শক জীবন বড়ুয়া। ২০০৬ সালের ২৪ মার্চ আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। রাষ্ট্রপক্ষে গৃহীত ৫ জনের সাক্ষ্যে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- প্রদান করেন। শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্টে মা-ছেলে নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বুধবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছে। এরা হলেন উপজেলার মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামের সজিব আহমেদের স্ত্রী লাকী আক্তার (২৬) ও তাদের ছেলে লাবিব হাসান (৪)। পুলিশ জানান, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামে বুধবার সজিব আহমেদের চার বছরের শিশু সন্তান লাবিব রান্না ঘরের পাশে বিদ্যুতের আর্থিং তার (গ্রাউন্ডিং রড) ধরে খেলা করার সময় হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় তার মা লাকী আক্তার তাকে ছাড়িয়ে নিতে গেলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মা ও তার ছেলে মারা যায়। চকরিয়ায় পাঁচ বন্দুক উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া চিরিঙ্গা চিংড়িজানে ডাকাতির প্রস্তুতি ভ-ুল করে দিয়েছে থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি ৫টি একনলা বন্দুক উদ্ধার করেছে। বুধবার ভোরে এ অভিযান চালানো হয়। পঞ্চগড়ে চাকরিমেলা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী চাকরিমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে চাকরি প্রত্যাশীরা মেলায় ভিড় জমান। মেলায় পাঁচ শতাধিক চাকরি প্রত্যাশী অংশ নেন। স্থানীয় এবং জাতীয় পর্যায়ের ১৪টি প্রতিষ্ঠান তাদের লোকবলের চাহিদা প্রদান করে। মেলা থেকে বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছেন কমপক্ষে ২শ’ জন। বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট এ্যান্ড প্রোডাক্টিভিটির (বি-সেপ) সহযোগিতায় চাকরি মেলার উদ্বোধন করেন কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিচালক সামসুল আলম। পঞ্চগড় সরকারী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী। খুলনায় গাছের চারা বিতরণ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ এ্যালায়েন্স ফর কো-অপারেশন (এএফসি) সংগঠনের উদ্যোগে বুধবার সকালে পরিবেশ সুরক্ষায় নগরীর লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজে অধ্যক্ষ শেখ আব্দুস সামাদ। এএফসির সহকারী পরিচালক এসএম দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী দিন প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপিকা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা অঞ্চলের সমন্বয়কারী বাবুল হাওলাদার, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব।
×