ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে কারখানায় চুলা বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৭

প্রকাশিত: ০৬:২০, ১৮ আগস্ট ২০১৬

সীতাকুণ্ডে কারখানায় চুলা বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৭

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৭ আগস্ট ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত (রড তৈরির কারখানায়) ফার্নেস চুলা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির সুপারভাইজারসহ ৭ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার দুপুর ২টার সময় উপজেলার কুমিরা সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। কারখানা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে জিপিএইচ ইস্পাত কারখানায় সুপারভাইজারসহ শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্নেস চুলা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কারখানা এলাকায় লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। এ সময় ফার্নেস চুলার আগুনে দগ্ধ হয়ে কারখানার সুপারভাইজারসহ ৭ জন অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধদের আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধরা কুড়িগ্রাম পুরাতন স্টেশন এলাকার শংকর কুমার রায়ের পুত্র জয়ন্ত কুমার রায়, চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা মসজিদ্দা এলাকার মৃত অনু মিয়ার পুত্র আলী আশরাফ, ফটিকছড়ি নারায়ণহাট পাকানিয়া এলাকার সুলতান আহম্মদের পুত্র মোঃ আবু তৈয়ব, কুমিল্লা লাঙ্গলকোট হেয়াপোরা এলাকার মৃত আনিসুল হকের পুত্র সুপারভাইজার মোঃ শাহজাহান, গাইবান্ধা পশ্চিম গুপ্ততলা এলাকার মোঃ আব্বাস আলীর পুত্র মোঃ রাসেল ও অগ্নিদগ্ধ বাকি ২ জনের পরিচয় পাওয়া যায়নি। নীলফামারীতে ভাইবোনসহ ৩ জনের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুকুরে ডুবে চার বছর বয়সী দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের পুকুর হতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু দুই জনের মধ্যে ওই গ্রামের দিলিপ মিয়ার ছেলে তানজিদ ইসলাম ও পার্শ্ববর্তী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উত্তর গয়াবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে জান্নাতুন (৪)। এরা সম্পর্কে মামাত-ফুফাত ভাইবোন। এদিকে নিখোঁজের তিনদিনের মাথায় জাহানুর আলমের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে ওই যুবকের লাশ ভেসে ছিল। নিহত যুবক ডোমার পৌরসভা এলাকার ডাঙ্গাপাড়া মহল্লার ভ্যানচালক গোলাম মোস্তফার ছেলে। গত সোমবার সন্ধ্যা হতে সে নিখোঁজ ছিল।
×