ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জঙ্গী দমনে ঐক্যের ডাক পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির

প্রকাশিত: ০৫:৪৬, ১৮ আগস্ট ২০১৬

জঙ্গী দমনে ঐক্যের ডাক পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির

স্টাফ রিপোর্টার ॥ দেশজুড়ে আয়োজিত মানববন্ধন, সমাবেশ থেকে জঙ্গী সন্ত্রাসীদের প্রতিরোধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন পুস্তক প্রকাশক ও বিক্রেতারা। কর্মসূচীতে অংশ নিয়ে দেশের মানুষকে জঙ্গীবিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেছেন, ‘এ আমার জন্মভূমি, এটি জঙ্গিবাদীদের আস্তানা নয়।’ রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও ঐক্যবদ্ধভাবে সারাদেশে জঙ্গীবিরোধী সভা সমাবেশ, মানববন্ধন করেছে দেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের ছয়টি সংগঠন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে কর্মসূচী। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সঙ্গে জঙ্গীবিরোধী কর্মসূচীতে অংশ নেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতি, মুদ্রণ শিল্প সমিতি, পুস্তক বাঁধাই সমিতি, পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি ও মার্চেন্ট এ্যাসোসিয়েশন। শহীদ মিনারের কর্মসূচীতে নেতৃত্ব দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন। আরও ছিলেন জ্ঞান ও সৃজনশীল সমিতির সভাপতি ওসমান গনি, নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, পরিচালক মাজহারুল ইসলাম, বাংলাদশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মোঃ শরিফ উল আলম, সালাউদ্দিন আহমেদ ও সহ-সভাপতি কাজী জহুরুল বুলবুল, মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল খান, পুস্তক বাঁধাই সমিতির সভাপতি এমএন মল্লিক, মজিবুর রহমান প্রমুখ। প্রকাশক ও বিক্রেতাদের এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এখান থেকে ঘোষণা দেয়া হয়, কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রকাশক সদস্যদের বইয়ের কভারে ‘বই হোক মুক্তচিন্তার ধারক’, ‘শিক্ষার আলোয় সুনাগরিক গড়ে তুলুন’, ‘পাঠদানের পূর্বে নৈতিক শিক্ষা দান করুন’ এ ধরনের নৈতিক শিক্ষামূলক সেøাগানসমূহ ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। সভাপতি আরিফ হোসেন (ছোটন) বলেন. জঙ্গীবাদের আগ্রাসন থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। আর এ জন্য ধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন করে তুলতে হবে। যুব সমাজকে বুঝতে হবে জঙ্গীবাদের মাধ্যমে পবিত্র ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় না। ইসলাম ধর্ম জঙ্গিবাদ সমর্থন করে না বরং এটি ধ্বংস করে দেয় শান্তি ও অমিত সম্ভাবনাকে। আমাদের যুব সমাজকে নৈতিকতার আলোকে আলোকিত স্নাত হতে হবে এবং দেশ-জাতিকে মানবিক, নৈতিক ও ভালবাসার শিক্ষা প্রদান করতে হবে। একই সময়ে সমিতির জেলা কমিটিগুলোও সারাদেশে একযোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করছে বলেও জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, ৬৪ জেলায় আমাদের ২৫ হাজার সদস্য রয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে সারাদেশে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতামূলক কাজ করবে। প্রকাশক ও বিক্রেতারা বলেন, সাম্প্রতিক জঙ্গীবাদের নিষ্ঠুর আঘাতে আমরা অনেক মূল্যবান জীবন হারিয়েছি। জঙ্গীবাদের নির্মম আঘাতে আমরা তরুণ প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হারিয়েছিলাম। কিন্ডারগার্টেনের জঙ্গীবাদী শিক্ষক-শিক্ষার্থীদের ধরিয়ে দেয়ার ঘোষণা ॥ কোন শিক্ষক বা শিক্ষার্থী জঙ্গীবাদে জড়ালে তাকে ধরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের সভাপতি ইস্কান্দার আলী হাওলাদার ঘোষণা দেন, জঙ্গী ও সন্ত্রাসীদের আমরা ঘৃণা করি। যারা এ ধরনের কর্মকা-ে জড়িত তাদের নিন্দা করি। সন্ত্রাসীরা যাতে আমাদের সন্তান ও শিক্ষার্থীদের জঙ্গী কর্মকা-ে সম্পৃক্ত করতে না পারে সেজন্য আমাদের এগিয়ে আসতে হবে। কোন শিক্ষক বা শিক্ষার্থী যদি জঙ্গীবাদে যায়, তাহলে আমরা তাদের ধরিয়ে দেব। সংগঠনের মহাসচিব রেজাউল হক বলেন, ইসলামের নামে কতিপয় বিপথগামী দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন বিঘিœত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এরা দেশের কোমলমতি ও মেধাবী সন্তানদের পরকালের সাফল্যের মিথ্যা প্রলোভন দেখিয়ে আত্মঘাতী কর্মকা-সহ সম্পূর্ণ ইসলামবিরোধী কর্মকা- চালিয়ে যাচ্ছে। এ ধরনের নৈরাজ্যকর পরিস্থতি রোধে সরকারের গৃহীত সব তৎপরতার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে ঢাকা ও আশপাশের জেলাগুলোর কয়েক শ’ শিক্ষক অংশ নেন। তারা জঙ্গীবাদবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পুস্তক প্রকাশকদের কর্মসূচী ঢাকার বাইরেও ॥ এ আমার জন্মভূমি, এটি জঙ্গীবাদের আস্তানা নয়Ñ এ সেøাগান নিয়ে সাতক্ষীরায় জঙ্গীবাদবিরোধী মানববন্ধন করেছে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ছফিউল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন, আবু ছালেক, শামছুর রহমান, শাহিনুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, মাদ্রসা সুপার আব্দুল্লাহ প্রমুখ। তারা বলেন, নিজ নিজ অবস্থান থেকে জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি জনগণ এগিয়ে এলে জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন প্রকাশক ও পুস্তক ব্যবসায়ীরা। পাবনা জেলা শাখার আয়োজনে শহরের আব্দুল হামিদ সড়কে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতারা অংশ নেন। তারা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও জঙ্গী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় বক্তব্য দেন, সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। কুড়িগ্রাম প্রেসক্লাবরে সামনে মানববন্ধন পালন করে বাংলাদশে পুস্তক প্রকাশক ও বক্রিতো সমিতির জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মমিনুর রহমান ফরহাদ, সদস্য সচিব আল-আমিন সরকার, আবুল কালাম আজাদ, খায়রুল আহসান লিমন ও রুহুল আমিন প্রমুখ। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মিছিল বের করা হয়। উপজেলা শাখার সভাপতি কেশব চন্দ্র বণিক ও সম্পাদক আলহাজ আঃ কাদির মিছিলে নেতৃত্ব দেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সমাবেশ-কর্মসূচী পালন করা হয়েছে। প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ফিরোজ, দুলাল সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের নামে দেশকে কলঙ্কিত করা হয়েছে। সত্যিকারে যারা মুসলমান তারা কখনও মানুষ হত্যার মতো জঘন্য কাজ করতে পারে না। এ সময় বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ আমার জন্মভূমি, এটি জঙ্গীবাদীদের আস্তানা নয়Ñ সেøাগানে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বক্তব্য রাখেন, সমিতির জেলা শাখার সভাপতি জয়নুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সদস্য ওমর ফারুক প্রমুখ। নীলফামারীর চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নীলফামারী জেলা শাখা। বক্তব্য রাখেন নীলফামারী জেলার সভাপতি ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক আপেল। বক্তরা বলেন, বই প্রকাশক ও বিক্রেতারা জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই বইয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক ও নৈতিক অনুভূতি তৈরি করতে হবে। তাদের বোঝাতে হবে জঙ্গীবাদের মাধ্যমে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। নাটোরে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
×