ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনেশ মাহাতো

হৃত্বিককে পেছনে ফেললেন অক্ষয়

প্রকাশিত: ০৪:১৫, ১৮ আগস্ট ২০১৬

হৃত্বিককে পেছনে ফেললেন অক্ষয়

ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহে বলিউড বক্স অফিসে মহারণে নেমেছেন অক্ষয় কুমার ও হৃত্বিক রোশন। অক্ষয় কুমারের ‘রুস্তম’- এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে হৃত্বিক রোশনের ‘মহেঞ্জোদারো’। স্বাভাবিকভাবেই ‘রুস্তম’ ‘বনাম মহেঞ্জোদারো’ লড়াইয়ে প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন অক্ষয়, হৃত্বিক। প্রথম কয়েক দিনের হিসেব বলছে , হৃত্বিকের ‘মহেঞ্জোদারো’কে পেছনে ফেলেছে অক্ষয়ের রুস্তম। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন ইলিয়ানা ডি ক্রুজ। অক্ষয়ের রুস্তম প্রথম দিনেই আয় করেছে ১৪.১১ কোটি টাকা। এর আগে ফার্স্ট ডে কালেকশনে অক্ষয় কুমারের ছবি ‘এয়ারলিস্ট’ এর রেকর্ড ছিল ১২.৩৫ কোটি টাকা। সেখানে ‘রুস্তম’ তার থেকে এগিয়ে গেল কয়েক কদম। নানাবতী মার্ডার কেসের ঘটনা অবলম্বনে তনু সুরেশ দেশাইয়ের ‘রুস্তম’ মুক্তি পেয়েছে দেশজুড়ে ২৩০০টি স্ক্রিনে। মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে অক্ষয়- ইলিয়ানা জুটি। মুক্তির প্রথম দিনেই নিজের রেকর্ডকে টেক্কা দিলেন খিলাড়ি। তবে একই সঙ্গে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকরের ‘মহেঞ্জোদারো’কে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত রুস্তম দৌড়ে এগিয়ে থাকতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায়।হৃত্বিক রোশন অবশ্য প্রায় দুই বছর পর রুপালি পর্দায় ফিরলেন মহেঞ্জোদারো’র মাধ্যমে। কিন্তু ছবিটির ট্রেলার অপছন্দ করেছিলেন অনেকে। কঙ্কনা রনৌত বিতর্কের পর ছবির প্রচারণায় অন্য বলিউড তারকারাও হৃত্বিকের পাশে দাঁড়াননি। তারা দাঁড়িয়েছেন অক্ষয় কুমারের ‘রুস্তম’ এর পাশে। কিছু কিছু ক্ষেত্রে বিতর্কও জড়িয়ে আছে এই ছবির সঙ্গে। ছোট থেকে বইয়ের পাতায় যে মহেঞ্জোদারো সভ্যতার ইতিহাস জেনে সবাই অভ্যস্ত, তার সঙ্গে হৃত্বিকের এই মহেঞ্জোদারোর কোন মিল নেই বলেই মনে করছেন অনেক দর্শক। তাদের মতে ছবিতে যে মহেঞ্জোদারো দেখা দেছে তা হলো আশুতোষ গোয়ারিকরের কল্পনা থেকে তৈরি। পরিচালকের এই মহেঞ্জোদারোতে আধুনিকতার ছোঁয়া প্রবল। এমনকি ছবির নায়িকা পূজা হেগড়ের পোশাক নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। দেখা যাক শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে, অক্ষয় নাকি হৃত্বিক!
×