ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিভি নাটকে জীবনবোধের ছোঁয়া আছে ॥ আমিরুল ইসলাম অরুণ

প্রকাশিত: ০৪:১০, ১৮ আগস্ট ২০১৬

টিভি নাটকে জীবনবোধের ছোঁয়া আছে ॥ আমিরুল ইসলাম অরুণ

নাট্যকার ও নির্দেশক আমিরুল ইসলাম অরুণ। দীর্ঘদিন ধরে টিভি নাটক লেখার পাশাপাশি ও পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। আগামী ২১ আগস্ট মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে তার লেখা ও পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘শেফালী’। এ নাটক এবং অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। নতুন ধারাবাহিক নাটক ‘শেফালী’ সম্পর্কে বলুন? আমিরুল ইসলাম অরুণ : মূলত নারী অধিকার নিয়েই নাটকের কাহিনী আবর্তিত। সমাজের নির্যাতিত এক নারী কিভাবে ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে কোন এক সময়ে প্রতিষ্ঠিত এবং নেতৃস্থানীয় পর্যায়ে পৌঁছায়, এটাই মূল উপজীব্য। দর্শকের জন্য এ নাটকে কী মেসেজ থাকছে? আমিরুল ইসলাম অরুণ : আমাদের নাগরিক সমাজের ব্যস্ততার মধ্যে গ্রামীণ জীবনে নারীরা কিভাবে নির্যাতিত হয়, কিভাবে তারা এর থেকে পরিত্রাণ খোঁজার চেষ্টা করে এগুলোই দর্শককে আকৃষ্ট করবে। এতে নারীদের অধিকারের কথা স্পষ্ট এবং তারা যেন নির্যাতিত হয়েও ভেঙ্গে না পড়ে। মোট কথা নারীরাও যে সমাজে কাজ কর্মে পুরুষদের তুলনায় কোন অংশে কম নয় এটা দেখানোর চেষ্টা করা হয়েছে এ নাটকে। নাটকের অভিনয় শিল্পী কারা? আমিরুল ইসলাম অরুণ : নাম ভূমিকায় অভিনয় করছেন শারমিন জোহা শশী। এছাড়াও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, কাজী রাজু, লুৎফর রহমান জর্জ, শ্যামল মওলাসহ আরও অনেক। নাটকের কত পর্বের কাজ শেষ হয়েছে? আমিরুল ইসলাম অরুণ : মোট একশ চারপর্বের নাটক ‘শেফালী’। আমি ইতোমধ্যে ২৬ পর্ব জমা দিয়েছি। এরমধ্যে কয়েক পর্বের কাজ শুরু হয়েছে। প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৮টায় প্রচার হবে এ ধারাবাহিকটি। টিভি নাটকের বর্তমান অবস্থা কেমন? আমিরুল ইসলাম অরুণ : টিভি নাটকে এখনও জীবনবোধের ছোঁয়া আছে। অনেক নাটক সমাজ পরিবর্তনের কথা বলে। সমস্যা হচ্ছে প্রচার নিয়ে। আমাদের দেশে টিভি নাটক প্রচার প্রক্রিয়ায় ভুল আছে। দর্শক বিজ্ঞাপনের জন্য নাটক দেখতে পায় না। অনেক ভাল নাটক হচ্ছে কিন্তু প্রচারের মানদ-ে ঠিকভাবে তুলে না ধরলে দর্শক বঞ্চিত হবে। আমাদের দেশে টিভি চ্যানেল অনেক। নাটকও হচ্ছে অনেক। সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনও অনেক। বিজ্ঞাপনের দৌরাত্ম্যে দর্শক রিমোট হাতে স্থির থাকে না, সঙ্গে সঙ্গে চ্যানেল ঘুরিয়ে দেয়। আগামী আর কী কী কাজ করছেন? আমিরুল ইসলাম অরুণ : এবার ঈদের জন্য ৭ পর্বের একটি ধারাবাহিক করছি। ‘ভাল থাকার সাতটি উপায়’ নামের এ নাটকটি রচনা ও পরিচালনা আমার নিজের। এটি প্রচার হবে গাজী টিভিতে। এছাড়া ঈদের পর ‘জয়নুদ্দীনের সংসার’ নামের একটি নতুন সিরিয়ালের কাজ শুরু করব। -গৌতম পা-ে
×