ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিলুপ্ত গায়ক পাখির সন্ধান

প্রকাশিত: ০৫:৫১, ১৭ আগস্ট ২০১৬

বিলুপ্ত গায়ক পাখির সন্ধান

ইকুয়েডরে ১৯৮৭ সালে শেষবারের মতো পি-ন্যানুস গোত্রের শেষ গানের পাখির দেখা মিলেছিল। প্রাণী বিজ্ঞানীরা ধরেই নিয়েছিলেন যে ইকুয়েডর থেকে এই জাতীয় গানের পাখি বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্তির কারণ নিয়ে শুরু হয়েছিল ব্যাপক গবেষণা। কিন্তু এরই মধ্যে গত রবিবার দেশটির গ্যালাপ্যাগোজ দ্বীপপুঞ্জের একটি গাছে বিরল প্রজাতির এই গানের পাখির দেখা মিলেছে। এই পাখি দেখার পর বিজ্ঞানীদের মাঝে আশার সঞ্চার হয়েছে। তারা বলছেন, ভাল পরিবেশ সৃষ্টি করা গেলে আবার ইকুয়েডরে এই জাতীয় গানের পাখি হরহামেশা দেখা যেতে পারে। এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার একাডেমি অব সায়েন্সের পক্ষীতত্ত্ব বিষয়ক প্রধান জ্যাক দুমবাকের বলেন, আমরা জানতাম এই জাতীয় গানের পাখির আর অস্তিত্ব নেই। কিন্তু এই পাখিটি পি-ন্যানুস গোত্রের হলেও এটির গলার স্বরে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারণ ১৯৮৭ সালে শেষবার যে পাখিটি দেখা গিয়েছিল তার ডাকের রেকর্ড রয়েছে। সেটি মিলিয়ে দেখা যেতে পারে। তবে জীনের দিক থেকে পাখি দুটি একই গোত্রের বলে জানা গেছে।-লাইভ সায়েন্স অবলম্বনে।
×