ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই সময়ে দিদার মণ্ডল

প্রকাশিত: ০৪:১০, ১৬ আগস্ট ২০১৬

এই সময়ে দিদার মণ্ডল

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেতা দিদার ম-ল। একাধারে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। মঞ্চনাটকের পাশাপাশি একাধিক খ- নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। প্রতিনিয়ত নতুন নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। ভবিষ্যতে চলচ্চিত্রেও অভিনয় করতে চান দিদার সে জন্য প্রস্তুতিও নিচ্ছেন। অভিনয়শিল্পী দিদার ম-ল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার করুয়াপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। শিক্ষা কর্মকর্তা পিতা সংস্কৃতিমনা ছিলেন বলেই শিশু কাল থেকে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ক্ষেত্রেও তার মনোনিবেশ ঘটে। সেই ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। দিদার ম-ল পরবর্তীতে অভিনয়ের কৌশলগুলো রপ্ত করতে প্রথমেই প্রখ্যাত নাট্যকার নির্দেশক ও অভিনেতা গাজী রাকায়াতের চারুনিড়ম স্কুলে ত্রৈমাসিক সার্টিফিকেট কোর্স শেষ করেন। এরপর থিয়েটার (আরামবাগ) এর প্রাথমিক সদস্য হিসাবে বিভিন্ন প্রযোজনায় অংশগ্রহণ করেন। এখানকার অভিজ্ঞতায় ২০১৩ সালে দৃষ্টিপাত নাট্য সংসদে যোগ দেন। দৃষ্টিপাত নাট্য সংসদ প্রযোজিত ‘নাগর আলীর কিচ্ছা’ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। মঞ্চের অভিজ্ঞতার পর টিভি নাটকে কাজ শুরু করেন। প্রথম দিকে প্রতিশ্রুতিশীল নাট্যকার ও নির্দেশক এস এ হক অলিকের অনুপ্রেরণায় বাংলাভিশনের ‘লেডিস ফার্স্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এছাড়া এস এ হক অলিক নির্দেশিত এক ঘণ্টার নাটক ‘টুকরো মেঘের গল্প’, ‘রোদেলার গল্প’, ম-হানি মানিক নির্দেশিত ধারাবাহিক নাটক ‘কুটুম আসছে’, অঞ্জন আইচ নির্দেশিত ‘ঘুম পেয়ানো ‘ভালবাসা একদিন’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন। বর্তমানে দিদার ম-ল অঞ্জন আইচ পরিচালিত ‘মেঘের পরে মেঘ জমেছে’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকটি সপ্তাহে প্রতি রবি ও সোমবার রাত ৮-১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে। একই পরিচালকের দুটি এক ঘণ্টার নাটক নির্মাণাধীন। যা আগামী ঈদ-উল-আযহার অনুষ্ঠানমালায় বাংলাভিশনে ও আরটিভিতে প্রচার হবে। এছাড়া আরও বেশ কয়েকটি নাটকে অভিনয়ের কথা হচ্ছে। অভিনেতা দিদার ভবিষ্যতে মঞ্চ টিভি এবং চলচ্চিত্র তিন মাধ্যমেই কাজ করার ইচ্ছে পোষণ করেন। তার জন্য শুভ কামনা।
×