ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫১, ১৫ আগস্ট ২০১৬

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রবিবার জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা সেনানিবাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৬ উদ্বোধন করেছেন। এ বছর ঢাকা ও মিরপুর সেনানিবাসে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার ৬১৭০টি বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রবিবার নির্ঝর আবাসিক এলাকার সীমানা প্রাচীর সংলগ্ন সর্বমোট ৮৯০টি গাছ লাগানো হয়েছে। এর মধ্যে রয়েছে চাপালিশ ২৬টি, আগর ৩০টি, রয়াল পাম ৪৬টি, দেবদারু (দেশী) ২২টি, কনাকচূড়া ৪০টি, স্বর্ণচাপা ৩২টি, জাবানিকা কাশিয়া ৭৫টি, সোনালু ৩৯টি, নিম ৭১টি, কৃষ্ণচূড়া ২৫টি, পলাশ ৩৯টি এবং আম, লিচু ও সফেদা ৪৪৫টি। -আইএসপিআর
×