ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওভাল টেস্ট

স্বাগতিক ইংল্যান্ড পিছিয়ে ১২৬ রানে

প্রকাশিত: ০৮:২৫, ১৪ আগস্ট ২০১৬

স্বাগতিক ইংল্যান্ড পিছিয়ে ১২৬ রানে

স্পোর্টস রিপোর্টার ॥ ওভাল টেস্টের (সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট) তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২৬ রানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। হাতে আছে ছয় উইকেট। দিন শেষে ৩১ ওভারে ৪ উইকেটে ৮৮ রান সংগ্রহ করে তারা। ক্রিজে আছেন দুই অপরাজিত উইলোবাজ জনি বেয়ারস্টো (১৪) এবং গ্রে ব্যালান্স (৪)। প্রতিপক্ষ পাকিস্তানের হয়ে একাই ৩টি উইকেট শিকার করেন ইয়াসির শাহ্। অপর উইকেটটি পান ওয়াহাব রিয়াজ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সফরকারী পাকিস্তান ৫৪২ রান করে অলআউট হয়। দলের হয়ে অনবদ্য দ্বি-শতক হাঁকান অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান (২১৮)। এছাড়া শতক হাঁকান আসাদ শফিক (১০৯)। ইংল্যান্ডের ওকস এবং ফিন ৩টি করে উইকেট লাভ করেন। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৮ রান সংগ্রহ করেছিল। চার টেস্ট সিরিজে এ পর্যন্ত উভয় দলই ১টি করে টেস্ট জিতেছে (১-১)।
×