ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৫৩, ১৪ আগস্ট ২০১৬

ক্যাম্পাস সংবাদ

সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা কমার্স কলেজে মানববন্ধন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সকল নাগরিকের জীবনের নিরাপত্তার স্বার্থে ঢাকা কমার্স কলেজ গত ৭ আগস্ট, ২০১৬ তে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন’ শিরোনামে এক মানববন্ধনের আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিরপুর চিড়িয়াখানা থেকে শুরু করে সনি সিনেমা হল পর্যন্ত আয়োজিত এই দীর্ঘ মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ, উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মোঃ শফিকুল ইসলাম, উপদেষ্টা (একাডেমিক) প্রফেসর মোঃ মোজাহার জামিল এবং সহযোগী অধ্যাপক ও আহ্বায়ক (শিক্ষা সহায়ক কার্যক্রম ও সংস্কৃতি বিষয়ক কমিটি) মোঃ সাইদুর রহমান মিঞা। ঢাকা কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক, সম্মান ও মাস্টার্স শ্রেণীর সকল ছাত্রছাত্রী এবং কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ক্যাম্পাস প্রতিবেদক সাউথইস্ট ইউনিভার্সিটিতে মতবিনিময় সভা সাউথইস্ট ইউনিভার্সিটিতে সম্প্রতি জঙ্গীমুক্ত শিক্ষাঙ্গন বিষয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. এএফএম মফিজুল ইসলাম তার উদ্বোধনী ভাষণে শিক্ষাঙ্গনকে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারপর, কয়েকজন অভিভাবক এ বিষয়ে মন্তব্য করেন এবং মূল্যবান উপদেশ দেন। সন্ত্রাসী কার্যক্রম থেকে তারা কিভাবে সন্তানদের নিবৃত্ত করতে পারেন এবং এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ শিক্ষকম-লী কি ভূমিকা রাখতে পারেন সেই বিষয়গুলো উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব) এ বিষয়ে কথা বলেন এবং জঙ্গীবাদের অভিশাপ থেকে ছাত্রদের নিবৃত্ত করতে শিক্ষকসহ অভিভাবকবৃন্দ একসঙ্গে ভূমিকা রাখতে পারেন বলে তিনি মনে করেন। উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী বলেন, শিক্ষক ও অভিভাবকবৃন্দের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বর্তমান জঙ্গীবাদকে মোকাবেলা করতে হবে। ডিন, চেয়ারম্যান, শিক্ষকম-লী, কর্মকর্তা এবং শিক্ষার্থীসহ আমন্ত্রিত অভিভাবকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×