ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ

সময় বেঁধে দিয়ে চিঠি জনপ্রতিনিধিকে হেয় করার শামিল

প্রকাশিত: ০৬:০২, ১৪ আগস্ট ২০১৬

সময় বেঁধে দিয়ে চিঠি জনপ্রতিনিধিকে হেয় করার শামিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগের ব্যানারে সর্বস্তরের জনতা। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখ চত্বরে নাগরিক উদ্যোগের আয়োজনে এক প্রতিবাদী মানববন্ধন সমাবেশ থেকে ঘুষের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থানের কারণে চট্টল মেয়রকে স্থানীয় সরকারের দেয়া পত্রে উষ্মা প্রকাশ করা হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে মন্ত্রণালয়ের পত্রটি প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে মেয়রের অবস্থানের প্রতি একাত্মতা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সমাবেশে বক্তারা দেশব্যাপী দুর্নীতিবিরোধী সংগ্রাম জোরদার করতে পাড়ায় পাড়ায় দুর্নীতিবিরোধী দুর্গ গড়ে তোলারও আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমন্বয়ক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘চট্টগ্রাম উন্নয়ন কর্মকা-ের প্রতিবন্ধকতাকারীদের রুখে দাঁড়াও’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, মেয়রের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অভিযোগ প্রমাণের জন্য সাতদিন সময় বেঁধে দিয়ে চিঠি দেয়া একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে হেয় করার শামিল। বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি সৌজন্য বহির্ভূত। আ.জ.ম নাছির উদ্দীনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মেয়র পদে প্রার্থী দিয়েছিলেন। তাই মন্ত্রণালয়ের চিঠির ভাষা রূঢ় হতে পারে না এবং স্থানীয় সরকার সচিব সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছেন তা শিষ্টাচার পরিপন্থী। প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরেণ্য রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ আলী আব্বাস, শেখ মাহমুদ ইসহাক, সৈয়দ উমর ফারুক, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এ্যাডভোকেট মুজিবুল হক, প্রকৌশলী মোহাম্মদ হারুন, বিজয় কিষান চৌধুরী, ড. মাহমুদ হাসান, ড. জিনবোধি ভিক্ষু, অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, ব্যাংকার আবদুল হক, আব্দুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ, জামাল হোসাইন, শেখ রাজীব আহমেদ, অরুণ চন্দ্র বনিক, অনুপ বিশ্বাস, সাইফুল আলম বাবু, আ.ফ.ম মুদাচ্ছের আলী, আবদুল মতিন মাস্টার, নুরুল আলম লেদু, সুমন দেবনাথ, লিটন রায় চৌধুরী, জাবেদুল আলম সুমন, মোহাম্মদ হেলাল উদ্দিন, তানভীর আহমেদ রিংকু, সাখাওয়াত হোসেন সাকু, এ.এম. মহিউদ্দিন, শহীদুর রহমান শহীদ, আবদুল্লাহ আল মামুন, আলমগীর টিপু প্রমুখ। আমি পুরো মন্ত্রণালয়কে দোষারোপ করিনি- নাছির ॥ এদিকে, শনিবার চট্টগ্রাম চেম্বার আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিটি মেয়র আ.জ.ম নাছির জানান, অর্থ ছাড়ে ৫ শতাংশ ঘুষ চাওয়ার ঘটনায় পুরো মন্ত্রণালয়কে অভিযুক্ত করা হয়নি। তিনি বলেন, দুয়েকজন ব্যক্তির জন্য পুরো প্রশাসন অভিযুক্ত হতে পারে না। আমি পুরো মন্ত্রণালয়কে দোষারোপ করিনি। মেয়র বলেন, আমি মন্ত্রণালয়ের গুটি কয়েক কর্মকর্তাকে উদ্দেশ করে এ বক্তব্য দিয়েছি।
×