ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:৫১, ১৩ আগস্ট ২০১৬

কবিতা

উড়ছে মুজিব লাল সবুজে রবিউল হুসাইন বাংলাদেশের ইতিহাসে এই এমন নিঠুর দিন আসেনি যেদিন তাকে বিদায় দিল ঘাতক দলের কীট সেনানি যে-মানুষটি দেশটি দিলেন হাজার হাজার বছর পরে তাকেই আমরা হত্যা করি কীসের স্বার্থে কেমন করে বাঙালিরা কি এতই নীচ অকৃতজ্ঞ বিশ্বাস ঘাতক কিসের জন্য এত জঘন্য এমন কেন পাষাণ-ঘাতক তবু বঙ্গবন্ধুর বাংলৃাদেশ দুর্ঘটনাটি করে জয় এগিয়ে যায় মাথা তুলে দূর করে সব সংশয় বাংলা জুড়ে শান্তির খোঁজে উড়ছে মুজিব লাল সবুজে বঙ্গবন্ধু জাতির পিতা নাসের মাহমুদ বঙ্গবন্ধু জাতির পিতা মহান মুজিবুর, বাঙালিদের দুঃখ বুঝে তা’ করলেন দূর। সোনার বাংলা শোষণ করে পাকিস্তানে খায়, বাঙালির এই বুকের ব্যথা শেখ মুজিবের গায়। অকুতোভয় মহান নেতা অনেক রয়ে সয়ে, সাত মার্চে আঙুল তোলেন প্রাণের কথা কয়ে। প্রাণের কথার বাকি কথা ঐ মার্চেই- ছাব্বিশে, নয়টি মাসের মুক্তিযুদ্ধ- যুদ্ধে জয়ের কাব্যি সে। ত্রিশ লক্ষ জীবন দিয়ে বিজয় আনি ঘরে, তাই তো মুজিব জাতির পিতা, হৃদয়ে বাস করে। বিশ্বসেরা মহান মুজিব এমন নেতা ছিলেন, এই জাতি- এই দেশকে স্বাধীন করে দিলেন। ডানপিটে এক সোনার ছেলে মোশাররফ হোসেন ভূঞা খোকন সোনা, একাত্তরের গল্প বলি শোনো, পাক সেনাদের অত্যাচারের শেষ ছিলো না কোনো। পাখির মতো মারতো মানুষ করতো তারা গুলি, ভাঙতো সবার বুকের পাঁজর উড়তো মাথার খুলি। ডানপিটে এক সোনার ছেলে শেখ মুজিবুর নামে, মায়ের কাছে লিখলো চিঠি নীল বেদনার খামে। শত্রু নিধন করতে তখন করলো সবাই যুদ্ধ, স্বাধীন হলো সোনার বাংলা আমরা হলাম শুদ্ধ। মাতৃভূমি ফিরে পেলাম সেই ছেলেটির ডাকে, সেই তো ছিলো বীর বাঙালি কেমনে ভুলি তাকে। শোকের আগস্ট হামিদ মোহাম্মদ জসিম শোকের আগস্ট দুঃখের আগস্ট অশ্রুভেজা চোখ, স্মৃতিপটে ভেসে উঠে জনকের ওই মুখ। বুলেট বিদ্ধ নিথর দেহ রক্তেভেজা সিঁড়ি, বুকে কাঁপন ধরায় আজো গা টা করে রি রি! মানুষরূপী হায়েনারা করলো একি কা-, নিষ্ঠুরতার নজির দেখে অবাক এ ব্রহ্মা-! ১৫ আগস্ট কালোরাতের স্মৃতি ভোলা যায় না, রাখবে ধরে জনম জনম ইতিহাসের আয়না। মহান নেতা মিলন সব্যসাচী বুকের ভেতর শেখ মুজিবুবের একটি ছবি আঁকা, সবুজের বুকে টুকটুকে লাল রঙটি ভিষণ পাকা। দু’চোখ ভরে সেই ছবিটি হঠাৎ ওঠে ভেসে, এই আমাকেই প্রশ্ন করে খানিক মৃদু হেসে। কোথায় পেলে স্বাধীন স্বদেশ মায়ের মধুর হাসি, কোথায় পেলে স্বাধীনতার মুগ্ধ মুখর বাঁশি। জবাব দিয়ে শেখ মুজিবকে যখন বলি তুমি, সবুজ ছায়ায় শ্যামল মায়ায় হাসলো বিরাণ ভূমি। জাতির পিতা মহান নেতা তোমায় কী আর ভুলি, তোমার ছবি এঁকে রাখে স্বপ্ন রঙিন তুলি।
×