ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাণের গানে ‘সমুদ্র ব্যান্ড’

প্রকাশিত: ০৬:২৮, ১৩ আগস্ট ২০১৬

প্রাণের গানে ‘সমুদ্র ব্যান্ড’

স্টাফ রিপোর্টার ॥ অচিরেই নতুন এ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে তারুণ্যের ব্যান্ড সমুদ্র। ইতোমধ্যে বেশ কয়েকটি গান রেকর্ড শেষ হয়েছে। বাকি গানগুলো শেষ হলে জি সিরিজের ব্যানারে বের হবে এ্যালবামটি। সমুদ্রের বিশালতার মতো গানের সমুদ্রেও নতুন কিছু করার প্রত্যয় তাদের। ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেনÑ হারমোনিকা, মেলোডিকা, রিদম গিটার ও ভোকালে আলতাফ, বেস গিটারে হ্যারিস, একুস্টিক গিটারে জিয়া ও জামান, ড্রামসে লিটন এবং পার্কেশনে ফিলিপস। ব্যান্ডের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। শখের বসে নয়। মনে প্রাণে গানকে ধারণ করতেই পথচলা শুরু হয়েছে একদল তরুণের স্বপ্ন ও ভালবাসার গানের দল-সমুদ্র। গান চর্চা ও পরিবেশনার ক্ষেত্রে পেশাদারিত্বকে তারা রেখেছেন এক নম্বরে। তবে পেশাদারিত্ব মানেই যে অর্থ উপার্জন নয়, বরং সৃজনশীলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়া, সেটাই দেখিয়ে দিতে চায় ব্যান্ড সমুদ্র। তবে ব্যান্ড সমুদ্র সঙ্গীতের নির্দিষ্ট কোন ধারা অনুসরণ করে না। সঙ্গীতকে কোন সীমারেখা দিয়ে তারা ভাগও করতে চায় না। তবে নিজেদের মৌলিক গানগুলো পরিবেশনের জন্য একাট্টা সমুদ্র ব্যান্ড। নিজেদের গান দিয়েই পৌঁছে যেতে চায় সব মানুষের অন্তরে। সমাজ, পরিবেশ-প্রতিবেশে ঘটে যাওয়া ঘটনাকেই করতে চায় অনুষঙ্গ। ব্যান্ডের সদস্যদের মতে, তারা কখনই ভাবেন না যে, কোথায় বসে গান করছেন। সেটা যে কোন স্থান হতে পারে। হতে পারে চায়ের স্টল, হতে পারে পাঁচতারকা হোটেল অথবা আসমানীর ভেন্না পাতার ছাউনির নিচে। নিয়মিতভাবে এ্যালবামও করবেন তারা। তবে কোন একটি, দুটি বা দশটি এ্যালবাম নয়, তারা গান নিয়ে হেঁটে যেতে চান নিরন্তর। যতদিন পর্যন্ত তাদের গান মানুষের মুখে মুখে না ফিরবে ততদিন তারা ক্লান্ত হবেন না বলে জানিয়েছে ব্যান্ডের সদস্যরা।
×