ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী

প্রকাশিত: ০৮:০৪, ১২ আগস্ট ২০১৬

মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী

বিডিনিউজ ॥ ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে অবশেষে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এর আগে আরও ১২২ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশিত হয়েছিল জানিয়ে মারুফ বলেন, এ নিয়ে মোট ১২৩ জনকে সরকার স্বীকৃতি দিল। তারা মুক্তিযোদ্ধাদের মতো সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলেও জনসংযোগ কর্মকর্তা জানান।
×