ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শসায় কেন বিড়ালের ভয়?

প্রকাশিত: ০৬:০২, ১২ আগস্ট ২০১৬

শসায় কেন বিড়ালের ভয়?

গোঁফহীন বিড়াল দেখেছেন কখনও? গোঁফহীন বিড়াল হয়ই না, দেখবেন কি করে! গোঁফ দিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজও করে বিড়াল। ছোট্ট গর্ত দিয়ে যেতে চাইলে বিড়াল কিন্তু ওই গোঁফ দিয়েই মেপে নেয়, তারপর ঠিক করে যাওয়ার চেষ্টা করবে কিনা। একটা বিশেষ সুবিধাও আছে ওদের। কলারবোন নেই বলে মাথাটা গলিয়ে দিলেই হলো, তারপর অনায়াসে চলে যায় গর্তের ওপারে। শসা দেখা মাত্র একটি বিড়াল কী পরিমাণ ভয় পেতে পারে! আতঙ্কে সে একেবারে শূন্যে লাফিয়ে ওঠে, যেন ‘কেউ’ তাকে ধরতে না পারে। এই ‘কেউ’ হচ্ছে সাপ। বিড়াল যখন হঠাৎ করে শসার দেখা পায় তখন সে শসাকে ‘সাপ’ মনে করে এমনভাবে লাফিয়ে ওঠে যেন ছোবল দিতে না পারে! প্রাণীদের চলাফেরা ও স্বভাব নিয়ে গবেষণা করেন মার্কিন কনজারভেশন বায়োলজিস্ট কন সেøাবোদচিকফ। তিনি বলেন, ‘বংশগতভাবেই বেড়ালরা সাপ খুব ভয় পায়, তাই তাদের এড়িয়ে চলে। শসা দেখতে অনেকটা সাপের মতো হওয়ায় বেড়াল যখন হঠাৎ করে শসা দেখে তখন তার মধ্যে সাপের ভয় ঢুকে যায়।’ এখানে অবশ্য শসা মুখ্য বিষয় নয়। যা কিছু দেখতে সাপের মতো সেগুলোর দেখা পাওয়া মাত্রই বেড়াল এমন আঁতকে উঠবে বলে জানান সেøাবোদচিকফ।
×