ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অশ্বিন-ঋদ্ধিমানের পর ক্যারিবীয়দের প্রতিরোধ

প্রকাশিত: ০৫:৫৪, ১২ আগস্ট ২০১৬

অশ্বিন-ঋদ্ধিমানের পর ক্যারিবীয়দের প্রতিরোধ

স্পোর্টস রিপোর্টার ॥ সেন্ট লুসিয়ায় চলতি সিরিজে আরেকটি শতক হাঁকালেন রবিচন্দ্রন অশ্বিন। এন্টিগায় প্রথম টেস্টেও দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। অশ্বিনকে দারুণ সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। শতক হাঁকিয়েছেন তিনিও। এ দু’জনের সেঞ্চুরিতে ৩৫৩ রানে শেষ হয়েছে ভারতের প্রথম ইনিংস। জবাব দিতে নেমে বেশ ভালভাবেই শুরু করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনশেষে ১ উইকেটে ১০৭ রান তুলেছে তারা। ক্যারিবীয়রা এখনও পিছিয়ে আছে ২৪৬ রানে। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩৪ রান নিয়ে শেষ করেছিল সফরকারী ভারত। তবে মাত্র ১২৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসা ভারতকে ওই অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা ছিল আবার অশ্বিনের ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হওয়ার কারণে। দিনশেষে তিনি ও ঋদ্ধিমান ছিলেন অপরাজিত। দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত খেলেছেন তারা নির্বিঘেœ। এরপরই দু’জন শতক পেয়ে যান। ক্যারিয়ারের প্রথম শতক পান ঋদ্ধিমান আর এটি ছিল অশ্বিনের চতুর্থ সেঞ্চুরি। এই সিরিজের প্রথম টেস্টেই তিনি ১১৩ রানের একটি ইনিংস খেলেছিলেন। এবার ২৯৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ১১৮ রান করে বিদয়া নেন। তবে এর আগেই ষষ্ঠ উইকেটে ২১৩ রানের বড় জুটিটি ভেঙ্গে যায় ঋদ্ধিমানের বিদায়ে। তিনি ২২৭ বলে ১৩ চারে ১০৪ রান করার পর আউট হয়ে যান। এরপর আর বেশিক্ষণ টেকেনি ভারতের ইনিংস। শেষ ৫ উইকেটের পতন ঘটে মাত্র ১৪ রানে! ৩৫৩ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংসের। তিনটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও মিগুয়েল কামিন্স। জবাব দিতে নেমে দারুণভাবে শুরু করেছিলেন ক্যারিবীয় ওপেনাররা। কিন্তু রানআউটের খপ্পরে পড়ে বিদায় নেন লিওন জনসন (২৩)। তবে এরপর আর বিপদ হতে দেননি ক্রেইগ ব্রেথওয়েট ও ড্যারেন ব্রাভো। ব্রেথওয়েট ১৪৩ বলে ৬ চারে ৫৩ রানে অপরাজিত আছেন। আর ব্রাভো ব্যাট করছেন ১৮ রান নিয়ে। ১ উইকেটে ১০৭ রান তুলেছে ক্যারিবীয়রা।
×