ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদিবাসীদের প্রতি বৈষম্যের অবসান ঘটানোর তাগিদ

প্রকাশিত: ০৮:০৬, ১১ আগস্ট ২০১৬

আদিবাসীদের প্রতি বৈষম্যের অবসান ঘটানোর তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ সমাজ ও রাষ্ট্র যে সাম্প্রদায়িকতা লালন করেছে এখন তা জঙ্গীবাদে রূপ নিয়েছে। একে কার্যকরভাবে মোকাবেলার জন্য আদিবাসী ও সংখ্যালঘুদের অধিকারের স্বীকৃতি ও তাদের প্রতি সকল বৈষম্যের অবসান ঘটাতে হবে। বুধবার দুপুরে সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘ভূমি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের সুরক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তারা আরও বলেন, জঙ্গীবাদ দুটি লক্ষ্য নিয়ে কাজ করছে। এদের প্রথম লক্ষ্য হলো সাম্প্রদায়িক বিভাজন ও আবহ তৈরি করা। আর দ্বিতীয়টি আমাদের দেশের জঙ্গীবাদকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা। জঙ্গীবাদ রোধে পরিবার ও সমাজ, রাজনীতি ও রাষ্ট্রে বহুত্ববাদী চেতনার উন্মেষ ঘটাতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন এ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়, প্রথমটি উপস্থাপন করেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং দ্বিতীয়টি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। দেশে শুধু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নয় মুসলমানও হত্যা হচ্ছে মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, একটা সাম্প্রদায়িক আবহ তৈরি হচ্ছে। আর এ হত্যাকা-গুলোকে বা এদেশের জঙ্গীবাদকে আন্তর্জাতীক করণের একটা চেষ্টা চালানো হচ্ছে। আমাদের এ জায়গাটায় লক্ষ্য করতে হবে। তিনি বলেন, এ দু’টি বিষয় মাথায় রেখে জঙ্গীবাদ প্রতিরোধ করতে হবে। সমাজ এবং রাষ্ট্রে জঙ্গীবাদের যে করাল আঘাত এসেছে তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
×