ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামসেদুর সজীব

স্টার ট্রেক বিয়ন্ড

প্রকাশিত: ০৬:৫২, ১১ আগস্ট ২০১৬

স্টার ট্রেক বিয়ন্ড

হলিউডের সফল সায়েন্স ফিকশন সিরিজ ‘স্টার ট্রেক বিয়ন্ড’ এখন দুনিয়া মাতাচ্ছে। ব্লকবাস্টার ছবিটি ঢাকায় নিয়ে এসেছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস। গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে ‘স্টার ট্রেক’-এর ১৩তম ছবিটি। জাস্টিন লিন পরিচালিত ছবিটি হলো ‘স্টার ট্রেক’ রিবুট সিরিজের তৃতীয় পর্ব। আগের দুটি হলো ‘স্টার ট্রেক’ (২০০৯) ও ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ (২০১৩)। মুক্তির প্রথম সপ্তাহেই মার্কিন বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছে সাই-ফাই এ্যাকশন এ্যাডভেঞ্চার সিনেমা ‘স্টার ট্রেক বিয়ন্ড’। ‘স্টার ট্রেক’ রিবুট সিরিজের তৃতীয় কিস্তির সিনেমাটি প্রথম সপ্তাহেই আয় করেছে ৬ কোটি ডলার। বরাবরের মতো ভিজ্যুয়াল ইফেক্টসের কারিকুরি দেখা যাচ্ছে ‘স্টার ট্রেক’-এর নতুন ছবিটিতে। সাড়ে ১৮ কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটি আয় করে ফেলেছে ৮ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার। আগের কিস্তির মতো এবারও ক্যাপ্টেন জেমস টি. কার্ক ও কমান্ডার স্পক চরিত্রে অভিনয় করেছেন ক্রিস পাইন ও জাকারি কিন্টো। আরও আছেন সিমন পেগ, জোয়ি স্যালডানা, কার্ল আরবান, জন চো ও এ্যান্টন ইয়েলচিন। এদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনয়শিল্পী ইডরিস এ্যালবা ও সোফিয়া বুটেলা। তবে এটাই ইয়েলচিনের শেষ ছবি। কারণ এক মাস আগে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন এ শিল্পী। এবারের ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন লিন। এ সিরেজে তার পরিচালিত ছবিগুলো হলো- ‘স্টার ট্রেক’ রিবুট সিরিজের তৃতীয় পর্ব, ‘স্টার ট্রেক’ (২০০৯) ও ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ (২০১৩)। ‘স্টার ট্রেক’ ফ্র্যাঞ্চাইজির ১৩তম সিনেমা ‘স্টার ট্রেক বিয়ন্ড’-এর সঙ্গে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করছে এ্যানিমেটেড কমেডি ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’। চার হাজারেরও বেশি হলে মুক্তি পাওয়া সিনেমাটির যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহের আয় ২ কোটি ৮০ লাখ ডলার। সব মিলিয়ে অবশ্য গোটা বিশ্বে সিনেমাটির আয় ২৬ কোটি ডলার। এদিকে ফক্স-এর এ্যানিমেটেড কমেডি ‘আইস এইজ কলিশন কোর্স’ হতাশাজনক ২ কোটি ১০ লাখ ডলার আয় করে আছে তৃতীয় স্থানে, যা মুক্তি পেয়েছিল প্রায় চার হাজার হলে। ধারণা করা হচ্ছে ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’ এর সমসাময়িক মুক্তি ভাগ বসিয়েছে এর ব্যবসায়। চতুর্থ অবস্থানে আছে হরর-থ্রিলার ‘লাইটস আউট’। মুক্তির প্রথম সপ্তাহেই আড়াই হাজারের বেশি হলো থেকে সিনেমাটি বক্স অফিসে যোগ হয়েছে ২ কোটি ৪ লাখ ডলার। শুধুমাত্র এই শুক্রবারেই ‘স্টার ট্রেক বিয়ন্ড’ এর আয় ২ কোটি ২০ লাখ ডলার, ‘লাইটস আউট’ এর আয় ৯০ লাখ ডলার , ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’ এর আয় ৮৫ লাখ ডলার এবং ৭৬ লাখ ডলার আয় করেছে ‘আইস এইজ কলিশন কোর্স’। তালিকায় প্রথমে থাকলেও ‘স্টার ট্রেক’ সিরিজের আগের দুইটি সিনেমার চেয়ে আয়ের দিক দিয়ে এখনও বেশ খানিকটা পিছিয়ে ‘স্টার ট্রেক বিয়ন্ড’। তবে ৫০ বছর আগে প্রচারিত মূল টিভি সিরিজ থেকে নির্মিত ১৩টি সিনেমার প্রতিটিই এ পর্যন্ত বক্স অফিসে পেয়েছে সাফল্যের স্বাদ। এরই মধ্যে সোমবার প্যারামাউন্ট ঘোষণা দিল ১৪তম স্টার ট্রেক সিনেমার। যেখানে ক্যাপ্টেন কার্ক-এর সঙ্গে দেখা হবে তার বাবার। এই ভূমিকায় দেখা যাবে ‘থর’ খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস সিক্স’-এর পরিচালক জাস্টিন লিন নির্মাণ করেছেন ‘স্টার ট্রেক বিয়ন্ড’। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সানডিয়েগো কমিক কনে সিনেমাটির প্রিমিয়ার হয়। ১৮ কোটি ৫০ লাখ ডলারের বিশাল বাজেটের এই সিনেমায় এবার খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ইড্রিস এ্যালবা।
×