ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রুসেফকে অভিশংসনের পক্ষে সিনেটে ভোট

প্রকাশিত: ০৬:১৩, ১১ আগস্ট ২০১৬

রুসেফকে অভিশংসনের পক্ষে সিনেটে ভোট

ব্রাজিলের সিনেটে বুধবার দেশটির সাময়িক বরখাস্তকৃত প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসনের ভোটাভুটি হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি স্থায়ীভাবে বরখাস্ত হতে পারেন। ভোটে রুসেফকে অভিশংসনের পক্ষে ৫৯ এবং বিপক্ষে ২১ ভোট পড়ে। গত ১২ মে সিনেট ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফকে আর্থিক হিসেবে অনিয়মের অভিযোগে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। খবর এএফপির। তবে ৬৮ বছর বয়সী রুসেফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে অভিশংসন করার পেছনে রাজনৈতিক শত্রুদের হাত রয়েছে। রুসেফকে অভিশংসনের বিচার প্রক্রিয়াটি চলমান অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের চারদিন পর ২৫ আগস্ট শুরু হবে। হাঁপানির নতুন ওষুধ ‘ফেভিপিপ্রান্ট’ নামে নতুন একটি ওষুধ বাজারে আসতে যাচ্ছে। ওষুধটি হাপানির বিরুদ্ধে বিজ্ঞানীদের গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য ২০ বছরের মধ্যে প্রথম মারাত্মক হাঁপানি রোগ উল্লেখযোগ্যভাবে উপশম করতে পারে। ওষুধটির পরীক্ষামূলক ব্যবহারে এমন সাফল্যেরই ইঙ্গিত পেয়েছেন গবেষকরা। সম্প্রতি যুক্তরাজ্যে একটি গবেষণায় লেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ৬০ জন হাঁপানি রোগীকে পরীক্ষা করে দেখেছেন, তারা স্টেরয়েড ইনহেলার ব্যবহার এবং বিশেষজ্ঞদের নিয়মিত পরিচর্যা পাওয়ার পরও তীব্র হাঁপানিতে ভুগছেন। এক্ষেত্রে ‘ফেভিপিপ্রান্ট’ ট্যাবলেট অন্যান্য স্টেরয়েড ইনহেলারের চেয়ে ফুসফুস ও শ্বাসনালীর প্রদাহ অনেক উপশম করেছে। -ওয়েবসাইট স্মার্ট থার্মোমিটার মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়ার মালিকানাধীন কোম্পানি উইদিংসের দাবি, তারা থার্মো নামে সবচেয়ে স্মার্ট থার্মোমিটার তৈরি করেছে। দেহ থেকে ১ সেন্টিমিটার দূরে রাখলেও কাজ করবে এই যন্ত্র। এতে ১৬টি সেন্সর ও তাপমাত্রা মাপার চার হাজার সূক্ষè যন্ত্র রয়েছে যা মাত্র কয়েক সেকেন্ডে বলে দেবে সর্বোচ্চ তাপমাত্রা। এর থার্মো এ্যাপ ডাউনলোড করলে মোবাইলেই চলে আসবে সব রিডিং। -টেক ইনসাইডার চাঁদে দেহভস্ম পাঠাতে... ভারতীয় মালিকানাধীন এক মার্কিন কোম্পানি চঁাঁদে মানুষের দেহভস্ম নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তবে প্রতিকেজি ভস্মের জন্য ভাড়া দিতে হবে ৩০ লাখ ডলার। মুন এক্সপ্রেস নামের এই প্রতিষ্ঠান ২০১৭ সাল নাগাদ চাঁদে বাণিজ্যিক মালামাল পরিবহনের পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে মানুষের দেহভস্ম। ইতোমধ্যেই বহু মানুষ এই কোম্পানির সঙ্গে যোগযোগ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। -বিবিসি
×