ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুতিন-এরদোগান বৈঠক

মস্কো-আঙ্কারা সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৮:০৯, ১০ আগস্ট ২০১৬

মস্কো-আঙ্কারা সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি

জনকণ্ঠ ডেস্ক ॥ গত মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর মঙ্গলবার প্রথম বিদেশ সফরে রাশিয়া গেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই দিন সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোগান। বৈঠকে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন দু’নেতা। গত মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় এরদোগানের সাহসিকতার প্রশংসা করেন পুতিন। পাশাপাশি আঙ্কারার সঙ্গে সম্পর্ক পুনরায় জোরদার করতে মস্কো প্রস্তুত বলেও এরদোগানকে আশ্বস্ত করেন রুশ নেতা। খবর বিবিসি ও এএফপির। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, তুরস্কের ওপর আরোপ করা বাণিজ্য নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়া হবে। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে যে চিড় ধরেছিল, সেটা পুনরুদ্ধারই প্রথম কাজ হবে। তিনি আরও বলেন, মস্কো-আঙ্কারা বন্ধুত্বের বন্ধন পুনস্থাপিত হবে। বিমান ভূপাতিত করার আগে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কই আবার গড়ে উঠবে। পুতিন আরও বলেন, মস্কো-আঙ্কারা সম্পর্ক পুনরুদ্ধারে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। তবে সিরিয়া নিয়ে পুতিন ও এরদোগানের ব্যাপক মতপার্থক্য রয়েছে। তারপরও পুতিন বলেন, সিরিয়া সমস্যা সমাধানের উপায় খুুঁজে বের করার চেষ্টা করব।
×