ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত আনোয়ার জেএমবির শীর্ষ নেতা, পুরো পরিবারই জঙ্গী সম্পৃক্ত

প্রকাশিত: ০৫:২৯, ১০ আগস্ট ২০১৬

রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত আনোয়ার জেএমবির শীর্ষ নেতা, পুরো পরিবারই জঙ্গী সম্পৃক্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহতের পরিচয় মিলেছে। সে জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা। তার নাম আনোয়ার হোসেন ওরফে নাইম, বাড়ি নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামে। তার বাবার নাম মৃত লোকমান হোসেন। দীর্ঘদিন ধরে আনোয়ার এলাকা ছাড়া ছিল। মঙ্গলবার দুপুরে ছবি দেখে আনোয়ারকে শনাক্ত করেন তার মা শুরুজ্জান বেওয়া ও ১৩ বছরের মেয়ে আসমা আক্তার। মান্দা থানার এসআই এমদাদুল হক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষে থেকে মান্দা থানায় আনোয়ারের ছবি পাঠানো হয়। ওই ছবি নিয়ে তার বাড়িতে গেলে পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীরা আনোয়ারকে শনাক্ত করেন বলে জানান এসআই এমদাদুল। তিনি আরও বলেন, আনোয়ারের দুই স্ত্রী। প্রথম স্ত্রী অনেক আগেই তালাক নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। দ্বিতীয় স্ত্রী রিমাও জেএমবির সঙ্গে জড়িত। সে ২ বছরের ছেলে সিয়ামকে নিয়ে বগুড়া কারাগারে রয়েছে। চলতি বছরের ১৫ এপ্রিল সে গ্রেফতার হয়। গত ৩ এপ্রিল শেরপুরের জোয়ানপুর গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জেএমবির সদস্য নিহত হওয়ার মামলায় রিমাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে সে বগুড়া কারাগারে রয়েছে। এছাড়াও আনোয়ারের বড় ভাই ইউসুব আলী ও তার ছেলে খায়রুল ইসলামও বগুড়া কারাগারে রয়েছে। গত বছরের ২১ ডিসেম্বর বগুড়া থানা পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। ইউসুব আলী গ্রেফতার হওয়ার পর গত বছরের ২৬ নবেম্বর বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে বোমা হামলার মামলায় আদালতে জবানবন্দী দেয় বলেও জানান তিনি।
×