ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণার্থীকে যৌন নির্যাতন ॥ পিটিআই সুপারের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩১, ১০ আগস্ট ২০১৬

প্রশিক্ষণার্থীকে যৌন নির্যাতন ॥ পিটিআই সুপারের বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা কুমিল্লা, ৯ আগস্ট ॥ কুমিল্লায় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট রাইহুল করিমের বিরুদ্ধে এক প্রশিক্ষণার্থীকে তুলে নিয়ে রাতভর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর কালিয়াজুরি এলাকায় ওই ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করে। পরে প্রশিক্ষণার্থী ও নগরীর বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভ মিছিলসহকারে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন। এ বিষয়ে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেন এবং অভিযুক্ত ওই কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সুপারিশ করে স্মারকলিপিটি ফ্যাক্সযোগে মন্ত্রণালয়ে প্রেরণ করেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রাথমিক ও গণশিক্ষা সন্ত্রণালয়ের সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাইহুল করিমকে প্রত্যাহার করে গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্তিন আদেশ জারি করা হয়েছে। অভিযোগে জানা যায়, নগরীর কালিয়াজুরি এলাকায় অবস্থিত প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারেনটেনডেন্ট পদে গত ২৭ জানুয়ারি যোগদান করেন রাইহুল করিম। এরপর থেকে ওই কর্মকর্তা ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী মহিলা শিক্ষকদের যৌন হয়রানি করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পিটিআইয়ে আগমনের কথা বলে প্রশিক্ষণার্থী এক মহিলাকে পিটিআই কার্যালয়ে আসতে বাধ্য করেন। পরে পিটিআই’র সুপারেনটেনডেন্ট রাইহুল করিম ওই প্রশিক্ষণার্থীকে ফেনী এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে রাতভর যৌন নির্যাতন করেন। একপর্যায়ে ওই প্রশিক্ষণার্থী তাকে ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে এসে বিষয়টি তার স্বামী ও সহকর্মীদের অবহিত করেন। পরে বিষয়টি জেলার শিক্ষক নেতাদের জানানো হয়। এ ঘটনার প্রতিবাদে প্রশিক্ষণার্থী ও নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাও ফুঁসে ওঠেন। অভিযুক্ত সুপারেনটেনডেন্ট রাইহুল করিমের বিচার দাবি করে মঙ্গলবার বিক্ষুব্ধরা পিটিআই’র সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি সালেহা আক্তারের নেতৃত্বে এ ঘটনার বিচার দাবি করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
×