ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা মেমোরিয়াল স্বর্ণপদক ও বৃত্তি পেলেন ৬ ঢাবি ছাত্রী

প্রকাশিত: ০৮:৩৫, ৯ আগস্ট ২০১৬

বঙ্গমাতা মেমোরিয়াল  স্বর্ণপদক ও বৃত্তি  পেলেন  ৬ ঢাবি ছাত্রী

২০১৫ সালের স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের ছাত্রী মাসুমা ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্বর্ণপদক’ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া বিভিন্ন বিভাগের ৫ জন ছাত্রীকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বৃত্তি’ প্রদান করা হয়েছে। খবর বাসসর। বৃত্তিপ্রাপ্তরা হলেন- শাহাজাদী (ইসলামিক স্টাডিজ), মুনিরা বিনতে ইকবাল (লোক প্রশাসন), মুনিরা মাসরুরা (ইতিহাস), নাবিলা জাহান জয়ী (আন্তর্জাতিক সম্পর্ক) এবং সাদিয়াতুন ইতি (উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ)। সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী ছাত্রীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন।
×