ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব বিদেশীর নিরাপত্তা দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:২৭, ৯ আগস্ট ২০১৬

সব বিদেশীর নিরাপত্তা  দিতে সরকার  দৃঢ়প্রতিজ্ঞ ॥  ও. কাদের

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাপানী নাগরিকসহ সকল বিদেশী নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে মেট্রোরেল রুট-৬ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদেশী নাগরিকদের নিরাপত্তা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী জানান, ইতোমধ্যে পদ্মা সেতুর ৩৭ ভাগ কাজ শেষ হয়েছে। সভায় মন্ত্রী জানান, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা’র অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় মেট্রোরেল রুট-৬, ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতি সেতু, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় দেশের পশ্চিমাঞ্চলে ৬১টি সেতু এবং মাতারবাড়ি প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে। এছাড়া মেট্রোরেল রুট-১ এবং রুট-৫ এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে। মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট জাপানী নাগরিকসহ সকল বিদেশী নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মেট্রোরেল রুট-৬ বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট পরামর্শকসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্থল এবং বাসস্থানে পর্যাপ্ত নিরাপত্তা বিধানের ব্যবস্থা নেয়া হয়ছে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে টেলিফোনে নিরাপত্তা জোরদারের বিষয়ে কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রকল্প কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী জাপানী নাগরিকদের নিরাপত্তা বিধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিষয়টি নিবিড়ভাবে তদারক করছে। উল্লেখ্য, মেট্রোরেল রুট-৬ এর ডিপোর ভূমি উন্নয়ন কাজে নিয়োজিত টোকিও কন্সট্রাকশন কোম্পানি লিঃ এর নিরাপত্তা বিষয়ক চার সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। সফরকারী দলের প্রতিনিধিগণ এ সভায় যোগ দেন। মন্ত্রণালয় তথা সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় জাইকা’র কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সন্তোষ প্রকাশ করেন। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম, এ, এন, ছিদ্দিক, অতিরিক্ত সচিব মোঃ ফারুক জলীল, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মোঃ কায়কোবাদ হোসেন, মেট্রোরেল প্রকল্প পরিচালক মোঃ মোফাজ্জেল হোসেন, ঢাকায় নিযুক্ত জাইকা’র সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মি. তাকু ইয়াম্বে, মেট্রোরেল রুট-৬ বাস্তবায়ন কাজের সঙ্গে সংশ্লিষ্ট টোকিও কন্সট্রাকশন কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মি. হিরোশী আসাকামি, পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ে’র টিম লিডার মি. হিডিও ওমোরিসহ মন্ত্রণালয় ও প্রকল্পের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পদ্মা সেতুর বাস্তবায়ন ৩৭ শতাংশ ॥ চীন থেকে মংলাবন্দর হয়ে পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারের প্রথম স্প্যান মাওয়া এলাকায় এসে পৌঁছেছে। ল্যাব টেস্টসহ অন্যান্য টেস্ট সম্পন্ন করার পর আগামী ডিসেম্বরে পিলারের ওপর স্প্যান স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, আজ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক বাস্তবায়ন কাজ শেষ হয়েছে ৩৭ শতাংশ। এ পর্যন্ত ২৬টি পাইলের কাজ শেষ হয়েছে। গতকাল থেকে জাজিরা প্রান্তে ভায়াডাক্টের পাইলের কাজও শুরু হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সুপার স্ট্রাকচারে মোট ৪১টি স্প্যান থাকবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং আনুমানিক ওজন ২ হাজার ৯শ’ টন।
×