ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দাদা-নাতির মৃত্যু

প্রকাশিত: ০৪:০৭, ৯ আগস্ট ২০১৬

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দাদা-নাতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৮ আগস্ট ॥ মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সোমবার সকালে উপজেলা মাধবপুরের পল্লী মঙ্গলপুরে দাদি-নাতির মৃত্যু হয়েছে। এরা হলোÑ মুগবানু (৪৭) ও নাঈম (৭)। জানা যায়, ওই গ্রামের আবুল হোসেনের জমিতে পানি সেচের জন্য মেশিন চালু করেন। এ সময় একটি তার ছেঁড়া অবস্থায় নিচে পড়েছিল। আকস্মিক এ স্থান দিয়ে যাওয়ার সময় দাদি-নাতি তারটিতে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লালমনিরহাটে কৃষক নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কিশামত বাবুরহাট গ্রামে রবিবার রাতে সেপ পাম্পের তারে জড়িয়ে বঙ্কিম রায়(৪৫) নামের কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রী জয়ন্তী রানী আহত হয়েছে। জানা যায়, বন্যার পানি নেমে যাওয়ায় রোপণকৃত চারাধান গাছের পাতায় জমে থাকা পলিমাটি ধুয়ে দিতে রবিবার রাতে বাড়ির পাশে নিজ জমিতে সেচ দিতে যায়। অসাবধানতাবসত বিদ্যুতের তারে কৃষক বঙ্কিম রায় জড়িয়ে পড়ে। তার চিৎকারে স্ত্রী জয়ন্তী রানী দৌড়ে তাঁকে উদ্ধার করতে যায়। জয়ন্তী রানী এই ঘটনায় গুরুতর আহত হয়েছে। প্রতিবেশীরা এসে স্বামী-স্ত্রী দু’জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কৃষক বঙ্কিম রায়কে মৃত ঘোষণা করে চিকিৎসক। জয়ন্তী রানীর চিকিৎসা চলছে। সিরাজগঞ্জে শ্রমিক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, সোমবার দুপুরে এনায়েতপুরের খোকসাবাড়ি গ্রামে আলীর তাঁত কারখানায় বিদ্যুতস্পৃষ্টে ইউসুফ আলী (২৮) নামের এক ব্যক্তি মারা গেছে। জানা যায়, খোকশাবাড়ি গ্রামের রজব আলীর তাঁত কারখানায় বৈদ্যুতিক পাখার সুইচ দেয়ার সময় শ্রমিক ইউসুফ আলী বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
×