ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ আহত ২

প্রকাশিত: ০৪:০৫, ৯ আগস্ট ২০১৬

কেরানীগঞ্জে ৪০  অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ আহত ২

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৮ আগস্ট ॥ বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর পানগাঁও নদী তীরবর্তী ও পানগাঁও কনটেনার পোর্ট রোডে এ উচ্ছেদ অভিযান চালানো হয় । উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র শক্তিধর একটি ভেকু দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজে ৪০/৫০বিআইডব্লিউটিএ’র শ্রমিক অংশ নেয়। উচ্ছেদ করার সময় অসাবধানতার কারণে একটি পাকা মার্কেটের উপর থেকে একটি দেয়াল হঠাৎ নিচে কর্মরত দুই শ্রমিক বাদশা ও মোঃ কাউছার হোসেনের ওপর পড়ে যায় । এতে দুজনেই গুরুতরভাবে আহত হয়। তাদের দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এ দুর্ঘটনার জন্য দুপুর দেড়টার পর উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল জানান, উত্তর পানগাঁও ও পানগাঁও কনটেনার রোডে পাকা, আধাপাকা, টিনশেড ও টংঘরসহ প্রায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । নোয়াখালী নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী থেকে জানান, জেলা শহর মাইজদীর যানজট নিরসন ও ফুটপাথ দিয়ে জনসাধারণের চলাচল নিশ্চিতকরণের উদ্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার প্রথম দফায় সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মাইজদী বাজার থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বরমান হোসেনের নেতৃত্বে এ সময় সড়কের ওপর ও দুপাশ থেকে কয়েক শ’ দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে-গুঁড়িয়ে দেয়া হয়।
×