ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজে মারামারি, চার ছাত্র বহিষ্কার

প্রকাশিত: ০৪:০৩, ৯ আগস্ট ২০১৬

কলেজে মারামারি, চার ছাত্র বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ আগস্ট ॥ জেলার মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে। জানা গেছে, রবিবার তুচ্ছ কারণে একাদশ শ্রেণীর ছাত্র উজ্জ্বল আকন্দের সঙ্গে দ্বাদশ শ্রেণীর ছাত্র আতাউরের হাতাহাতি হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ, অভিভাবক ও শিক্ষকরা ঘটনাটি মীমাংসা করে দেন। জানা যায়, সোমবার সকালে একাদশ শ্রেণীর শ্রেণীকক্ষে বেঞ্চে বসাকে কেন্দ্র করে উজ্জ্বল আকন্দের সঙ্গে সহপাঠী আবিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জ্বল ও তার বন্ধুদের সঙ্গে আবির ও তার বন্ধুদের মারামারি শুরু হয়। এ সময় চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কলেজটির অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা খোকা মিয়া, রাকিব খান, তুহিন মিয়া ও উজ্জ¦ল আকন্দ নামে একাদশ শ্রেণীর মানবিক শাখার চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছি।
×