ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ওএমএস কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ০৪:০৩, ৯ আগস্ট ২০১৬

সিরাজগঞ্জে ওএমএস কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ জেলায় দু’মাসেরও বেশি সময় ধরে সরকারের খোলা বাজারে (ওএমএস) আটা বিক্রয় কর্মসূচী বন্ধ রয়েছে। ফলে সিরাজগঞ্জে আটার দাম অস্বাভাবিক বেড়েছে। প্রতিকেজি আটা এখন খোলাবাজারে সরকারী দামের চেয়ে আট থেকে দশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এতে দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে। খোলা বাজারে সরকারী মূল্য প্রতিকেজি ১৭ টাকা। খোলা আটা কিন্তু রমজান মাসে হঠাৎ করে ওএমএস কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় দু’মাস ধরে এ কর্মসূচী বন্ধ থাকার ফলে একদিকে গরিব মানুষের দুর্দশা বেড়েছে অপরদিকে বাজারে আটার দাম বেড়ে গেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান জানান এ ব্যাপারে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে ওএমএস কর্মসূচী চালুর ব্যাপারে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। খাদ্য অধিদফতরের বরাদ্দ এলে এ কর্মসূচী চালু করা হবে।
×